ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“মাদক ডিলারদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপারেশন চাই”: টেকনাফে এনসিপি নেতা সুজা অ’স্ত্র, নগদ টাকাসহ কলাতলীর কামরুল গ্রেফতার উখিয়ার ওসি জানেন না অভিযানের খবর! ১৬১১১ এ কল পেয়ে বিকল ফিশিং বোটের ১১ জেলেকে জীবিত উদ্ধার করলো কোস্ট গার্ড কক্সবাজার সৈকতের বালিয়াড়ির সকল দোকান সরিয়ে নেয়ার নির্দেশ বিএনপিতে যোগ দিলেন মুগ্ধর ভাই স্নিগ্ধ মহেশখালীতে অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন: চ্যাম্পিয়ন টাইম বাজার প্রাইমারি স্কুল পেকুয়ায় পুকুরে ডুবে আবারো শিশুর মৃত্যু: ৪ দিনে গেলো ৫ শিশুর প্রাণ কক্সবাজার ২ আসনে এনসিপির প্রার্থী সুজা, ছাড়ের রাজনীতিতে সমঝোতার ইঙ্গিত! কক্সবাজারসহ কয়েকটি জেলায় ভারি বৃষ্টিপাত ও ভূমি ধ্বসের সম্ভাবনা রোহিঙ্গা নারীদের ৯৭ শতাংশই শিক্ষার বাইরে, বৈশ্বিক প্রতিনিধিদলের উদ্বেগ খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী চট্টগ্রামের ৬ আসনে বিএনপির নতুন মুখ প্রলোভনের ফাঁদে জিম্মি,উদ্ধার ২৫: আটক ২ সাগরে লঘুচাপ: কক্সবাজার ও চট্টগ্রামে ৩ নং সতর্ক সংকেত

চার পিস ইয়াবা ধরতে উখিয়ার ওসির ‘আলোচিত অভিযান’

কক্সবাজারের উখিয়ায় ইয়াবা সহ মোহাম্মদ ইউনুস (২৮) নামে এক যুবক’কে গ্রেফতার করেছে পুলিশ।

তবে পুলিশ বলছে ইয়াবার পরিমান মাত্র ৪ পিস। এ নিয়ে উখিয়া জুড়ে চলছে নানা গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সমালোচনা।

পুলিশ জানিয়েছে, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকা থেকে মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় তাকে গ্রেফতার করা হয়।

পেশায় খোলা তেল ব্যবসায়ী ইউনুস রাজাপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা হাজী নুর আহম্মেদের ছেলে ও উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীমের আপন ছোট ভাই।

গ্রেফতার প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘ এসআই সুমনের নেতৃত্বে অভিযান চালানো হয়। পরবর্তীতে মাদকদ্রব্য আইনে মামলা রজু করে আটক মাদক কারবারিকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

তবে এসআই সুমন’কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ ওসি সাহেব নিজেও অভিযানে ছিলেন। আমাদের কাছে ভিডিও,ছবি সংরক্ষিত আছে।’

পুলিশের ৪ পিস ইয়াবা উদ্ধারের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের হাস্যরস সৃষ্টির পাশাপাশি বিতর্কের জন্ম দিয়েছে।

ফেসবুক থেকে সংগৃহিত একটি স্ক্রিনশটে লেখা আছে, ‘ ৪০ হাজার পিস ইয়াবা হয়ে গেলো রাজনৈতিক খেলায় হয়ে গেলো চারপিছ! হায়রে প্রশাসন’। কিন্তু এই অভিযোগের কোন সত্যতা মিলেনি।

অন্যদিকে ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্টে মিজান বাবু নামে এক যুবক মন্তব্য করেছেন, ‘এইটা পরিকল্পিত মনে হচ্ছে। ৪ পিস ইয়াবা নিয়ে ষড়যন্ত্র করা হইছে। মানুষকে এইভাবে হয়রানি করা ঠিক না।’

একই পোস্টে এমডি জলিল মাহমুদ নামে আরেকজন লিখেছেন, ‘ঐ পুলিশকে নোবেল পুরষ্কার দেওয়া হউক! তারমানে ১ টা ইয়াবাও এদিক থেকে যাচ্ছে না। চিন্তার বিষয় পুলিশ সততার সাথে…………..’

ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য বলছে ১ পিস ইয়াবার আনুমানিক ওজন হয় ০.১ গ্রাম সে হিসেবে ৪ পিস ইয়াবার পরিমাণ দাঁড়ায় মাত্র ০.৪ গ্রাম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী,
ইয়াবা বা অ্যামফিটামিনের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বহন বা পরিবহন ও আমদানি-রপ্তানির ক্ষেত্রে বলা হয়েছে—১০০ গ্রাম পর্যন্ত ইয়াবা পাওয়া গেলে ১ থেকে ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া যাবে।

এছাড়া ইয়াবার পরিমাণ ১০০ থেকে ২০০ গ্রামের মধ্যে হলে ৫ থেকে ১০ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া যাবে। ইয়াবার পরিমাণ ২০০ গ্রাম বা তার বেশি হলে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড দেওয়া যাবে।

ট্যাগ :

“মাদক ডিলারদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপারেশন চাই”: টেকনাফে এনসিপি নেতা সুজা

This will close in 6 seconds

চার পিস ইয়াবা ধরতে উখিয়ার ওসির ‘আলোচিত অভিযান’

আপডেট সময় : ০৯:৩৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

কক্সবাজারের উখিয়ায় ইয়াবা সহ মোহাম্মদ ইউনুস (২৮) নামে এক যুবক’কে গ্রেফতার করেছে পুলিশ।

তবে পুলিশ বলছে ইয়াবার পরিমান মাত্র ৪ পিস। এ নিয়ে উখিয়া জুড়ে চলছে নানা গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সমালোচনা।

পুলিশ জানিয়েছে, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকা থেকে মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় তাকে গ্রেফতার করা হয়।

পেশায় খোলা তেল ব্যবসায়ী ইউনুস রাজাপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা হাজী নুর আহম্মেদের ছেলে ও উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীমের আপন ছোট ভাই।

গ্রেফতার প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘ এসআই সুমনের নেতৃত্বে অভিযান চালানো হয়। পরবর্তীতে মাদকদ্রব্য আইনে মামলা রজু করে আটক মাদক কারবারিকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

তবে এসআই সুমন’কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ ওসি সাহেব নিজেও অভিযানে ছিলেন। আমাদের কাছে ভিডিও,ছবি সংরক্ষিত আছে।’

পুলিশের ৪ পিস ইয়াবা উদ্ধারের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের হাস্যরস সৃষ্টির পাশাপাশি বিতর্কের জন্ম দিয়েছে।

ফেসবুক থেকে সংগৃহিত একটি স্ক্রিনশটে লেখা আছে, ‘ ৪০ হাজার পিস ইয়াবা হয়ে গেলো রাজনৈতিক খেলায় হয়ে গেলো চারপিছ! হায়রে প্রশাসন’। কিন্তু এই অভিযোগের কোন সত্যতা মিলেনি।

অন্যদিকে ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্টে মিজান বাবু নামে এক যুবক মন্তব্য করেছেন, ‘এইটা পরিকল্পিত মনে হচ্ছে। ৪ পিস ইয়াবা নিয়ে ষড়যন্ত্র করা হইছে। মানুষকে এইভাবে হয়রানি করা ঠিক না।’

একই পোস্টে এমডি জলিল মাহমুদ নামে আরেকজন লিখেছেন, ‘ঐ পুলিশকে নোবেল পুরষ্কার দেওয়া হউক! তারমানে ১ টা ইয়াবাও এদিক থেকে যাচ্ছে না। চিন্তার বিষয় পুলিশ সততার সাথে…………..’

ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য বলছে ১ পিস ইয়াবার আনুমানিক ওজন হয় ০.১ গ্রাম সে হিসেবে ৪ পিস ইয়াবার পরিমাণ দাঁড়ায় মাত্র ০.৪ গ্রাম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী,
ইয়াবা বা অ্যামফিটামিনের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বহন বা পরিবহন ও আমদানি-রপ্তানির ক্ষেত্রে বলা হয়েছে—১০০ গ্রাম পর্যন্ত ইয়াবা পাওয়া গেলে ১ থেকে ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া যাবে।

এছাড়া ইয়াবার পরিমাণ ১০০ থেকে ২০০ গ্রামের মধ্যে হলে ৫ থেকে ১০ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া যাবে। ইয়াবার পরিমাণ ২০০ গ্রাম বা তার বেশি হলে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড দেওয়া যাবে।