চাকসু নির্বাচনে প্রকাশিত ফলে শাহজালাল হল সংসদে সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন টেকনাফের সন্তান মাহমুদুর রহমান তামিম।
বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে হল সংসদের ফল ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা এনায়েত উল্লাহ পাটোয়ারী।
বিজয়ী হওয়ার পর তামিম এক পোস্ট ফেসবুক পোস্টে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আলহামদুলিল্লাহ। আমার প্রিয় জুনিয়র, ব্যাচমেট ও সিনিয়র — আপনাদের কষ্ট সার্থক!
আমরা জিতেছি।”
মাহমুদুর রহমান তামিম এক ব্যতিক্রমী প্রচারপত্র তৈরি করেছিলেন ‘বন কাগজ’ দিয়ে। নিজের ছবি সম্বলিত এ প্রচারপত্রে লেখা ছিল তার ব্যালেট নম্বরও।
বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগের টেকনাফের এই কৃতি শিক্ষার্থী বলেন, “যেহেতু আমি পরিবেশ বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করেছি, সেহেতু পরিবেশ দূষণের বিষয়টিও আমাকে দেখতে হবে। সাধারণ কাগজ যেখানে সেখানে ফেলা হলে সহজে নষ্ট হয় না। সেজন্য আমি বন কাগজ দিয়ে প্রচারপত্র তৈরি করেছিলাম।
তামিম বলেন, “রিসাইক্লিং করে তৈরি করা এ কাগজটিতে গাছের বীজ আছে। সেটি মাটিতে ফেলে দেওয়া হলে নষ্ট হয়ে গাছ জন্মাবে।” “আমার ইচ্ছা ছিল সাধারণ কাগজে আমি লিফলেট তৈরি করব না। এ কাগজ দিয়ে এক হাজার লিফলেট তৈরি করেছিলাম।
মাহমুদুর রহমান তামিম টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার তজিল আহমেদর পুত্র, এবং জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ’র চাচাতো ভাই।
তামিম ২০২০ সালে টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুল এবং ২০২২ সালে চট্টগ্রাম সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্স বিভাগে ভর্তি হন।