রামু থানার অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরীকে সেভ দ্যা হিউমিনিটির সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় রামু থানা প্রাঙ্গনে সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় মানবতার কল্যাণে অবদান রাখায় সেভ দ্যা হিউমিনিটি কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়।
সংগঠনটি জানায়, সেভ দ্যা হিউমিনিটি কক্সবাজার ২০২৪ সালের বার্ষিক রিপোর্টের উপর ভিত্তি করে কক্সবাজার জেলার চৌকস পুলিশ অফিসার হিসেবে ভূমিকা রাখায় রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেভ দ্যা হিউমিনিটি কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা ও কক্সবাজার জজকোর্টের সিনিয়র আইনজীবি রমিজ আহমদ, সেভ দ্যা হিউমিনিটি কক্সবাজার জেলা শাখার সভাপতি প্রকৌশলী বশির উদ্দিন মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আহসানুল হক, ত্রাণ বিষয়ক সম্পাদক আজাদ বিন গিয়াস, নির্বাহী সদস্য মোহাম্মদ সানি, নির্বাহী সদস্য তাজবিউল হাসান রাহুল সহ অনেকে।