নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুট দিয়ে এ মৌসুমের প্রথম পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিন পৌঁছেছে। রোববার (০১ ডিসেম্বর) বিকেল চারটার দিকে সেন্টমার্টিন জেটিঘাটে পৌঁছে জাহাজটি। এর আগে সকাল ১০ টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওয়ানা দেয় জাহাজটি। প্রথমদিকে ৭০০ পর্যটকের কথা বলা হলেও পরে জাহাজ কর্তৃপক্ষ জানায় ৫৯২ জন পর্যটক নিয়ে দ্বীপে গেছে জাহাজটি।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত বিচ কর্মী সেন্টমার্টিনের সুপারভাইজার জয়নাল আবেদীন নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৫৯২ পর্যটক নিয়ে সেন্টমার্টিনে পৌঁছেছে এ মৌসুমের প্রথম পর্যটকবাহী জাহাজ। তাদের নিরাপত্তায় কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
সকালে নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাটে জাহাজ ছাড়ার সময় পরিদর্শনে এসে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন বলেন, সেন্টমার্টিনে যাত্রা সাধারণত নভেম্বর থেকে শুরু হয়। সরকারের নানা সিদ্ধান্তের কারণে এবছর আজকেই জাহাজ চলাচল শুরু হয়েছে। পরিবেশ রক্ষার জন্য নানা নিয়মকানুন মানতে হবে পর্যটকদের। যেখানে কোন পলিথিন এবং প্লাস্টিক ব্যবহার করা যাবে না। সেন্টমার্টিনে যেতে পর্যটকদের প্রয়োজন হচ্ছে ট্রাভেল পাস। ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এ্যাপস তৈরি করেছে।