মানবিক সহায়তার অংশ হিসেবে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের দরিদ্র ও অসহায় বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) নৌবাহিনীর কমান্ডার বিএন ফ্লিটের তত্ত্বাবধানে বানৌজা সমুদ্র অভিযান জাহাজের মেডিকেল টিম সেন্টমার্টিন দ্বীপের বিএন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে দিনব্যাপী এই কার্যক্রম পরিচালনা করে।
এসময় স্থাপিত বিশেষ মেডিক্যাল ক্যাম্প থেকে শিশু, নারী ও পুরুষ সহ কয়েক শত দ্বীপবাসী চিকিৎসা সেবা নেন এবং একই সাথে বিনামূল্যে বিতরণ করা হয় প্রয়োজনীয় ঔষুধ।
নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দলের পাশাপাশি
কোস্ট গার্ডের প্রতিনিধিরা এই কার্যক্রম পরিচালনায় ছিলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেন্টমার্টিন দ্বীপের স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে নৌবাহিনী।