“বিসর্জনের সুরে ফিলিস্তিন মুক্তির প্রার্থনা”—এই শিরোনামের টিটিএন এ প্রচারিত সংবাদের ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন খ্যাতিমান মানবাধিকার কর্মী শহীদুল আলম। তিনি তাঁর ফেসবুকে শেয়ার করেছেন ফটোকার্ডটি।
ঢেউয়ের বুকে ভেসে চলা এই নৌযাত্রা কেবল এক অভিযাত্রা নয়, যেন এক নীরব কবিতা, যেখানে সাগরের প্রতিটি তরঙ্গ উচ্চারণ করছে সংহতির মন্ত্র। সেই মন্ত্রেই জড়িয়ে আছে ফিলিস্তিনের মুক্তির প্রার্থনা।
শহীদুল আলম, যিনি দীর্ঘদিন ধরে মানবতার পক্ষে কণ্ঠ তুলেছেন, এবারও দাঁড়িয়েছেন অবরুদ্ধ মানুষের পাশে। তাঁর ফেসবুক পোস্ট ইতিমধ্যেই বহু হৃদয়ে নাড়া দিয়েছে। আলোচনার ঝড় তুলেছে দেশ-বিদেশের পাঠক-দর্শকের মনে।
প্রতিমা বিসর্জনে সৈকতে আসা পুজারীরা বলছে, সুমুদ ফ্লোটিলার যাত্রা যেন বারবার মনে করিয়ে দিচ্ছে—
সাগরের সীমানা পেরিয়েও মানবতার আবেদন থেমে থাকে না। আর বিসর্জনের সুরে উচ্চারিত প্রার্থনা কেবল দেবীর উদ্দেশ্যেই নয়, এই প্রার্থনা যেন পৌঁছে যায় দূর গা*জার অসহায়দের হৃদয়েও।