আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সাগর পথে জীবনের ঝুঁকি নিয়ে মালয়েশিয়া থাইল্যান্ড পাড়ি দিচ্ছে মানুষ। এসব কাজে সক্রিয় মানবপাচারকারি চক্র ও তাদের একশ্রেনীর দালাল।তেমনি অবৈধ পথে সাগর যাত্রা প্রতিরোধে হানা দিলো বিজিবি।
টেকনাফের মেরিনড্রাইভের সমুদ্র সৈকত উপকূলে সাগর পথে মালয়েশিয়া পাড়ি দিতে প্রস্তুত ছিলেন ২৯ জন রোহিঙ্গা। হঠাৎ বিজিবির কাছে খবর আসে। বিজিবি দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে ২৯ জন রোহিঙ্গাকে। এসময় মানবপাচারকারী দলের তিন সদস্যকে আটক করে বলে জানান টেকনাফ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান,উদ্ধারকৃতদের ১৪ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। আটক তিন দালালকে পুলিশে দিয়েছে বিজিবি।
আটককৃতরা হলেন, টেকনাফের মোঃ সলিম, মোঃ নুরুল আবছার ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মনসুর আলম। তাদের কাছ থেকে একটি দেশীয় চাকু উদ্ধার করা হয়। এবং পাচারকাজে ব্যবহৃত নৌকা জব্দ করা হয়।
নিজস্ব প্রতিবেদক : 

























