কক্সবাজার সমুদ্র সৈকতে নারী পর্যটকের গোসলের দৃশ্য গোপনে ভিডিও ধারণের অভিযোগে রেজাউল করিম (২৭) নামে এক টিকটকারকে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ।
সোমবার কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্ট এলাকা থেকে ট্যুরিস্ট পুলিশের একটি টিম তাকে আটক করে। রেজাউল করিম কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকার আবু তাহেরের ছেলে।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, “কক্সবাজারে আগত দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। কেউ যদি পর্যটকদের হয়রানি বা গোপনে ভিডিও ধারণের মতো অনৈতিক কাজে লিপ্ত হয়, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, অভিযুক্ত রেজাউল করিমের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 























