আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ, চকরিয়া উপজেলা শাখার ২৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ক্রীড়াঙ্গন ও যুব সমাজকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করতে এই কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এর নির্দেশনায় এবং চকরিয়া উপজেলা বিএনপির সুপারিশক্রমে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ চকরিয়া উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
নবগঠিত আহবায়ক কমিটিতে সাংবাদিক মোঃ মাহবুবুর রহমানকে আহবায়ক এবং আব্দুল্লাহ আল ফাহিমকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।
সোমবার (০৮ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে জেলা কমিটির সভাপতি নাছির উদ্দীন বাচ্চু এবং সাধারণ সম্পাদক মোরশেদ আলম এর যৌথ স্বাক্ষরে কমিটির অনুমোদন দেয়া হয়।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র এবং ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মৃতিকে ধারণ করে এই ক্রীড়া সংসদ সারাদেশে যুব সমাজকে ক্রীড়া, সংস্কৃতি ও সমাজসেবামূলক কাজে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে।