জাতীয় নির্বাচন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিয়ম করেছেন র্যাব-১৫ অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল হাসান।
বুধবার দুপুরে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন সদরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহাবুবুর রহমানসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
এসময় অধিনায়ক বলেন,কক্সবাজার্যাব-১৫ সর্বদা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং কক্সবাজারকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকেরা সীমান্তে অস্ত্র চোরাচালন ও মাদক পাচার রোধ, রোহিঙ্গাদের ক্যাম্পের বাহিরে বসবাস, অপহরণ প্রতিরোধে র্যাবের ভূমিকা প্রত্যাশা করেন এবং র্যাবকে স্বচ্ছ ও নিরপেক্ষ থেকে অভিযান পরিচালনার আহবান জানান।
নিজস্ব প্রতিবেদক 



















