দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “সমন্বয়ক পরিচয় আর এখন এক্সিস্ট করেনা।”
এই পরিচয় কেউ দিলে আইনের ব্যবস্থা নেয়া উচিত। সমন্বয়ক পরিচয় দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এবং দুর্নীতি হচ্ছে। তাদের বিষয়ে জাতীয় নাগরিক পার্টির অবস্থান কী? এমন প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
তিনি আরো বলেন, “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু আগের জায়গায় নেই। সেখান থেকে এখন একটি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তৈরি হয়েছে এবং একটি নতুন ছাত্র সংগঠন তৈরি হয়েছে। ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমাদের অনুরোধ থাকবে, যারা এই পরিচয় ব্যবহার করে কোনো অবৈধ কাজের সাথে জড়িত হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।”