কক্সবাজারে জুলাই গণঅভ্যুত্থানে ঘাতকের নির্মম বুলেটে শহীদ চকরিয়ার আহসান হাবীবের পরিবারদের হাতে চেক তুলে দেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন।
বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার ফাঁসিয়াখালী ৯নং ওয়ার্ড ছড়ারকুল এলাকার শহীদ আহসান হাবীবের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ-খবর নেন এবং সহায়তার চেক পরিবারের কাছে তুলে দেন জেলা প্রশাসক।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন,শহীদদের ত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাঁদের পরিবারের পাশে থাকা আমাদের দায়িত্ব।এই ক্ষুদ্র সহায়তা তাঁদের পাশে দাঁড়ানোর একটি প্রয়াস মাত্র।
এসময় চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল ইসলাম,চকরিয়া থানার ওসি তদন্ত মোঃ ইয়াছিন মিয়া,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চকরিয়া প্রতিনিধি ও মুক্তি কক্সবাজার প্রতিনিধি উপস্থিত ছিলেন।পরে সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কক্সবাজারে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আহসান হাবিব।