সব গুঞ্জন আর জল্পনার অবসান ঘটিয়ে কাতার সরকারের পাঠানো বিশেষ এয়ার এম্বুলেন্সে বৃহস্পতিবার মধ্যে রাত থেকে শুক্রবার ভোরে লন্ডনের উদ্দেশ্যে উন্নত চিকিৎসা নিতে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
নভেম্বরের ২৭ থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিউতে চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। সাবেক এ প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার চূড়ান্ত অবনতির কথা ছড়িয়ে পড়ে নানা মাধ্যমগুলোতে।
খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা নিশ্চিতে লন্ডন নিয়ে যাওয়া যখন সংশয় তৈরী হয় তখন যুক্তরাজ্য থেকে ইনটেনসিভ কেয়ার বিশেষজ্ঞ ডা. রিচার্ড বিয়েল ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে আসেন বেগম জিয়ার সব ধরনের ঝুঁকি যাচাইয়ে। সব বিবেচনায় নিয়ে লন্ডন যাত্রার সিদ্ধান্ত নেয় চিকিৎসক দল।
বেগম জিয়ার যাত্রায় রয়েছে ডাক্তার ও পরিবারের সদস্যসহ ১৬ সদস্যের একটি দল।
বেগম জিয়ার এভারকেয়ার থেকে বিমান বন্দর যাত্রা নির্বিঘ্ন ও ত্রুটিমুক্ত করতে দুপুরে হাসপাতাল এলাকায় দেয়া হয় সেনা ও বিমানবাহিনীর যৌথ হেলিকপ্টার মহড়া।
বিশেষ প্রতিবেদক 














