উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা’র রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার পালংখালী ইউনিয়নে অবস্থিত ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায় কানাডায় নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনারের গাড়িবহর।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় সূত্রে জানা গেছে, ঐ ক্যাম্পে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে নেন তিনি যেখানে প্রত্যাবাসন সহ চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
পরে তিনি ক্যাম্প-১৮ তে একটি লার্নিং সেন্টার ও রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার পরিদর্শনের পর মধ্যাহ্নভোজ শেষে কক্সবাজারের উদ্দেশ্যে ক্যাম্প এলাকা ত্যাগ করেন।
সফরসঙ্গী হিসেবে হাইরিপ্রেজেন্টটিভ দপ্তরের মহাপরিচালক শাহ আলম খোকন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) মিজানুর রহমান, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী সহ সংশ্লিষ্টরা এসময় তাঁর সাথে ছিলেন।