কক্সবাজারের ঐতিহ্যবাহী উত্তরণ মডেল হাই স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী উৎসব ২০২৫ আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) দুপুরে উত্তরণ স্কুলের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে ২৪ সালের ২০ অক্টোবর থেকে শুরু হওয়া রেজিষ্টেশনের মেয়াদ দুই দফা বাড়িয়ে ২০ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী পরিষদের আহ্বায়ক ও প্রধান শিক্ষক নাছির উদ্দিনের সভাপতিত্বে সভায় বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থী ও ব্যাচ প্রধান অনুদান ও শিক্ষার্থীদের রেজিষ্টেশন ফি প্রদানের ঘোষণা দেন। এ সময় আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠেয় পুনর্মিলনী উৎসব, ম্যাগাজিন, প্রচার প্রচারণা, অনুদান সংগ্রহসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যদের মধ্যে পুনর্মিলনী উদযাপন পরিষদের সদস্য সচিব ও শিক্ষক দোলাল কান্তি দে, যুগ্ম-আহবায়ক জালাল উদ্দিন, আব্দুল খালেক, শাহাজাহান মিয়া, নাজমা আক্তার ও ফজলুক হক উপস্থিত ছিলেন।
পুনর্মিলনী বাস্তবায়ন কমিঠির সদস্য প্রাত্তণ শিক্ষার্থীদের মধ্যে মোঃ ইমরান, নার্গিস ফাতেমা, সাদেক হোসেন,রফিকুল ইসলাম, রবিউল হোসেন,ইব্রাহিম, মোঃ সালাম, রাহাত আলী, মামুনুল ইসলাম শাওন, আরিফুল হাসান নয়ন, ইয়াছিন আরফাত, রেশমা আক্তার, আখিমনি, সাঈমা আক্তারসহ বিভিন্ন উপকমিটির আহ্বায়ক-সদস্য সচিব, ব্যাচ কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।