রামু উল্টাখালীর আলোচিত টমটম চালক সোহেল হত্যার প্রধান আসামি জসিম উদ্দিনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ার পুরানঘর ইউনিয়নের ফকিরখিল কুমারপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতাার করা হয়েছে বলে জানান র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম. ফারুক।
গেলো ২ আগস্ট সোহেল প্রতিদিনের ন্যায় তার টমটম নিয়ে বাড়ি থেকে বের হয়।বাড়িতে ফিরে না আসায় তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে পরদিন ৩ আগস্ট রামু রশিদনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আব্দুর রহমানের বাড়ির পূর্ব পাশের নালায় তার মরদেহ পাওয়া যায়। টমটম ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে সোহেলকে হত্যা করে উল্লেখ করে তার পরিবার এ ঘটনায় রামু থানায় ৪ আগস্ট মামলা দায়ের করে।
গ্রেফতারকৃত মোঃ জসিম উদ্দিন (২৫), রশিদ নগর ইউনিয়নের ধলিরছড়ার মুড়া পাড়ার মৃত আব্বাস উদ্দিনের পুত্র।
জসিম উদ্দিন এ মামলার ১ নং আসামী। তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব ইতোপূর্বে এই মামলার ২নং আসামি মনসুর আলাম প্রঃ ধলাইয়াকে রামু ঈদগড় থেকে এবং তদন্তে প্রাপ্ত অপর সহযোগী আসামি ইব্রাহিমকে পটুয়াখালী থেকে গ্রেফতার করে।
নিজস্ব প্রতিবেদক : 























