কক্সবাজার সদর উপজেলার একমাত্র প্রতিনিধি হিসেবে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল ও কলেজের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র রাগীব মাহতাব ২০২৪ সালের জাতীয় পর্যায়ে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছে।
বিগত ১৭ – ১৯ জুন ২০২৫ ইং ৩ দিন ব্যাপী জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুরে প্রার্থীদের মৌখিক, ব্যবহারিক ও সাঁতার মূল্যায়ন ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত মূল্যায়নে সারাদেশের কয়েক হাজার প্রার্থীদের যাচাই বাছাই করে মোট ৫২৪ স্কাউটকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়। ১৮ সেপ্টেম্বর ২০২৫ ইং এই ফলাফল প্রকাশ করা হয়।
উল্লেখ্য রাগীব মাহতাব কক্সবাজার পৌরসভার ৫ নং ওয়ার্ডের উত্তর রুমালিয়ারছড়া ব্রিক ফিল্ড রোড নিবাসী ব্যবসায়ী জনাব নাছির উদ্দীন ও সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের দক্ষিণ রাখাইন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস শাহীন আক্তারের একমাত্র পুত্র সন্তান।
তার এই অর্জন সম্মানিত শিক্ষকদের প্রতি উৎসর্গ করেছে। সে তার মাতা পিতা, বোন, সম্মানিত শিক্ষক, প্রশিক্ষক, সিনিয়র স্কাউটার, আত্নীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সে ভবিষ্যতে পড়ালেখার পাশাপাশি স্কাউটের সকল কার্যক্রমে সংযুক্ত থেকে দেশের উন্নয়ন কাজে অবদান রাখতে চায়। সে সকলের নিকট দোয়া প্রার্থী।