টেকনাফের রঙ্গীখালী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ম্যাচ খেলতে গিয়ে কক্সবাজার জেলা দলের মিডফিল্ডার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার বাসিন্দা কৃতি ফুটবলার কায়সার গুরুতর আহত হয়েছেন।বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
কায়সারের চিকিৎসায় সহায়তা ও সব ধরনের খরচ বহন করার ঘোষণা দিয়েছেন জামাল মেম্বার ফুটবল ও ক্রিকেট একাদশ এবং আজম সরকার স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আজম সরকার।
তিনি জানান, ‘আহত ফুটবলার কায়সার চিকিৎসা সেবা নিয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসবেন।’
কায়সারের সুস্থতা কামনায় জেলার ফুটবল অঙ্গনের খেলোয়াড়,সংগঠক ও ক্রীড়াপ্রাণ সমর্থকেরা সকলের দোয়া চেয়েছেন।
ক্রীড়া প্রতিবেদক: 














