রামুতে জুমার নামাজ পড়ার সময় মসজিদের পাশে রাখা টমটম চুরি করে নিয়ে গেলো চোরেরা।
শুক্রবার দুপুরে ফতেখাঁরকুলের অফিসের চর এলাকার এমদাদিয়া মাদ্রাসার সংলগ্ন মসজিদের আঙ্গিনা থেকে গাড়িটি চুরির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এক ভিক্ষুক মহিলা জানান, মুসল্লিরা নামাজ পড়া অবস্থায় দুজন যুবক গাড়িটি নিয়ে যায়। তিনি জানান, গাড়িটি তেমুহনির দিকে নিয়ে গেছে চোরেরা।
নামাজের পর মসজিদ থেকে বের হয়ে বাইক নিয়ে অনেক খোঁজাখুজির পরেও পাওয়া যায়নি গাড়িটি। এদিকে জীবিকার একমাত্র সম্বল হারিয়ে হতবিহ্বল হয়ে পড়ে অসহায় টমটম চালক। তিনি জানান মরিচ্যা বাড়িতে যাওয়ার পথে জুমার নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিলেন। এমতাবস্থায় উপার্জনের সম্বলটি হারিয়ে কান্নায় ভেঙে পড়েন মোবারক।
তিনি জানান, গাড়িটি লোনের মাধ্যমে কিনেছিলেন। প্রতি সপ্তাহ ও মাসে কিস্তি পরিশোধ করতে হয়। এমতাবস্থায় সকলের কাছে গাড়িটির সন্ধান পেতে অনুরোধ জানান তিনি।
চালক মোবারকের মোবাইল নং : 01868-558051
প্রতিনিয়ত রামুসহ জেলার বিভিন্ন স্থানে টমটম, অটোরিকশা চুরির ঘটনা দিনদিন বাড়ছে। চালককে বিভ্রান্ত করে যাত্রী সেজে নির্জন এলাকায় নিয়ে হত্যা করছে। কখনো প্রকাশ্যে অসহায় মানুষদের গাড়িগুলো ছিনিয়ে নিচ্ছে চক্রটি। এনিয়ে রামুতে অনেক চালককে হত্যার ঘটনা ঘটেছে। কিছু ঘটনার আসামী গ্রেফতার হলেও পুরো চক্রটিকে সনাক্ত করে গাড়ি চুরি-ছিনতাই বন্ধ হয়নি।
এ বিষয়ে রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, থানায় যোগদানের পরে বিষয়টা জেনেছি । চোর চক্রটিকে সনাক্ত করতে পুলিশ কাজ করছে। চেকপোস্ট স্থাপন ও নজরদারি বাড়ানো হবে।
আনিস নাঈম 



















