মারা যায় নি শহরের লাইট হাউজ এলাকার খালেদ মাসুদ। তবে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে চিকিৎসকেরা।
এ নিয়ে টিটিএনসহ স্থানীয় গণমাধ্যমে মাসুদ মারা গেছে বলে যে সংবাদ প্রচারিত হয় তা সত্য নয়। তা নিশ্চিত হওয়ার পর টিটিএনে প্রকাশিত ফটোকার্ড সরিয়ে ফেলা হয়েছে।
খালেদ মাসুদ চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন বলে জানিয়েছে তার ভাই খালেদ মোর্শেদ। তিনি জানান,মাসুদের ফিরে আসার সম্ভাবনা কম। সকাল বেলা চিকিৎসকদের সাথে আলাপ করে পরবর্তী করনীয় নির্ধারন করা হবে।
কিছুক্ষন আগে এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ড মাসুদের বিষয়ে পরবর্তী করনীয় হিসেবে কয়েকটি ইনজেকশান দিয়েছে। এসবের পর পরিস্থিতি বুঝে সকাল পরবর্তী সিদ্ধান্ত জানাবে চিকিৎসকেরা,এমনটাই জানিয়েছে মাসুদের ভাই খালেদ মোর্শেদ।
বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে লাইট হাউজ এলাকায় স্থানীয় বাদশা মিয়ার ছেলে জাহেদ ও তার দুই ভাইসহ কয়েকজন মিলে ছুরিকাঘাত করে মাসুদ কে। প্রথমে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি আশংকাজনক হওয়ায় তাকে চমেকে প্রেরণ করা হলে সেখানেই আশাব্যঞ্জক চিকিৎসা না পাওয়ায় চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বর্তমানে এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন মাসুদ। খালেদ মাসুদ (৩৮) লাইট হাউজ এলাকার নজরুল ইসলামের ছেলে।
নিজস্ব প্রতিবেদক 






















