ঢাকাস্থ মহেশখালীবাসীদের সামাজিক সংগঠন “মহেশখালী সমিতি-ঢাকা” এর ২০২৫-২০২৭ সালের কার্যনির্বাহী কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) ঢাকার এলিফ্যান্ট রোডস্থ স্টার হোটেল অ্যান্ড কাবাব রেস্টুরেন্টে এক হৃদয়গ্রাহী আয়োজনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় ঢাকাস্থ মহেশখালীবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের প্রথম পর্বে মহেশখালী সমিতি-ঢাকা’র নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ আনছারুল করিমের পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়।
নির্বাচন কমিশনের সদস্য আতা উল্লাহ খান এর সঞ্চালনায় নবগঠিত কমিটির পরিচিতি ও দায়িত্ব গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন- সাজ্জাদ হেলাল উদ্দীন (নির্বাচন কমিশনের সদস্য), জাহাঙ্গীর মোহাম্মদ মাহাবুব উল্লাহ (প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও নির্বাচন কমিশনের সদস্য), আবু সুফিয়ান (বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক), এরফান উল্লাহ (সাবেক সাধারণ সম্পাদক) ও এডভোকেট জসিম উদ্দীন (সাবেক সাধারণ সম্পাদক)। এরপর নতুন কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন সাজ্জাদ হেলাল উদ্দীন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলামের সঞ্চালনায় এবং সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এক প্রাণবন্ত ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন আবু মোহাম্মদ শহীদুল এমরান (অনুষ্ঠান আয়োজক কমিটির প্রতিনিধি), সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন সমিতির সভাপতি মোহাম্মদ আলী, শুভেচ্ছা বক্তব্য রাখেন- এসএম সুজা উদ্দিন (যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি), সলাহ উদ্দিন হেলালী কমল (বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক), মোহাম্মদ জিকির উল্লাহ (সাধারণ সম্পাদক, মহেশখালী প্রেস ক্লাব), মোঃ সরওয়ার কামাল (সিনিয়র সহ-সভাপতি), সাদাত উল্লাহ খান (সমাজবিজ্ঞানী), এস. এম. কামাল পাশা (সাবেক ডিজিএম, সোনালী ব্যাংক), মো. সরওয়ার কামাল (উপ-সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ), মোঃ আবুল হাশেম (উপ-সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়), এনামুল হক (সাবেক অতিরিক্ত সচিব)। এতে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় বক্তারা মহেশখালী সমিতি-ঢাকা’র সামাজিক ও মানবিক কার্যক্রমের প্রশংসা করে বলেন- সংগঠনটি মহেশখালীর মানুষের কল্যাণে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতে মহেশখালীর পরিবেশ সংরক্ষণ, প্যারাবন রক্ষা, নৌঘাট ব্যবস্থার উন্নয়নসহ নানাবিধ সামাজিক ও উন্নয়নমূলক কাজে কার্যকর ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া, এই আয়োজনের মাধ্যমে ব্লাড ডোনারদের একটি ডাটাবেজ তৈরির কার্যক্রমেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। যার মাধ্যমে ঢাকায় অবস্থানরত এবং মহেশখালী হতে আগত রোগীদের জরুরি রক্তের চাহিদা পূরণ সহজতর হবে।
উল্লেখযোগ্যভাবে, এই অনুষ্ঠানে মহেশখালী সমিতি-ঢাকা’র চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংগঠনের একটি স্থায়ী অফিস স্থাপনের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি, পৃষ্ঠপোষক সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে সংগঠনের তহবিল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, যা ধারাবাহিকভাবে চলবে।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ৪৫০ জনেরও অধিক বিশিষ্ট ব্যক্তি ও সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন। এই অভিষেক ও ইফতার মাহফিল মহেশখালীবাসীর ঐক্য, সংহতি ও সহযোগিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে অভিব্যক্তি প্রকাশ করেছেন উপস্থিত ঢাকাস্থ মহেশখালীবাসী।
প্রসঙ্গত, মহেশখালী সমিতি-ঢাকা ২০১২ সালে প্রতিষ্ঠিত ঢাকাস্থ মহেশখালীবাসীদের একটি সামাজিক সংগঠন। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই ভ্রাতৃত্ব, একতা, মানবসেবা ও উন্নয়নের অগ্রযাত্রায় কাজ করে যাচ্ছে। ঢাকায় অবস্থানরত মহেশখালীবাসীসহ যেকোনো সংকটে সংগঠনটি সদস্যদের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে।