কক্সবাজার জেলা জাতীয় ছাত্রশক্তির এক সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে মহেশখালী উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আজ ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে জেলা শাখার প্যাডে এই কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছরের জন্য এই কমিটি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
নতুন এই কমিটিতে শোয়াইব উদ্দিন সোলেমান-কে আহ্বায়ক এবং রাজফেন উদ্দিন কনক-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও কমিটির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন:
সিনিয়র যুগ্ম সদস্য সচিব: আবু সাঈদ
মুখ্য সংগঠক: শাইবুল হাদিস
মুখ্যপাত্র: উম্মে আইমান হাফসা
কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেছেন কক্সবাজার জেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক এস. এম. আতাহার সাকিব এবং সদস্য সচিব জায়েদ বিন আমান। এছাড়াও সুপারিশকারী হিসেবে স্বাক্ষর করেছেন জেলা শাখার মুখ্য সংগঠক আশিকুর রহমান।
ঘোষণাপত্রে নবগঠিত এই কমিটিকে আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির নিকট জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। নবনির্বাচিত নেতৃবৃন্দ জানিয়েছেন, ছাত্রসমাজের অধিকার রক্ষা এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।
সংবাদ বিজ্ঞপ্তি 



















