কক্সবাজার জেলা ছাত্রদলের নতুন কমিটি হয়েছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খবর টি সত্য নয় বলে জানিয়েছেন ছাত্রদল নেতারা।
ছড়িয়ে পড়া কমিটিতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরের বিষয়টিও বানোয়াট বলে দাবী করা হয়।
উক্ত কমিটিতে সভাপতি হিসেবে রেজাউল হক রেজার নাম এসেছে। বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন ছাত্রদল নেতা রেজাউল হক রেজা।
তিনি তার ফেসবুক আইডিতে জানিয়েছেন, জেলা ছাত্রদলের কমিটি এখনো গঠিত হয়নি। ভাইরাল হওয়া ছাত্রদলের কমিটিটি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন। আমি কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ ও জেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দদের সাথে যোগাযোগ করে জানতে পারি যে এখনো ছাত্রদলের জেলা কমিটি গঠিত হয়নি।
এধরনের মিথ্যা, বানোয়াট এবং ভুয়া কমিটি নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্যও তিনি অনুরোধ জানান।
রবিবার সন্ধ্যা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্যাডে ৫ সদস্যের কক্সবাজার জেলা ছাত্রদলের অনুৃমোদিত কমিটির নাম দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কে বা কারা ছড়িয়ে দেয় যা মুহুর্তেই ছড়িয়ে পড়ে।