বিশ্ব শিশু দিবস উদযাপন ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন উপলক্ষে কক্সবাজারে জেলা শিশু একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
” শিশুর কথা বলবো আজ, শিশুর জন্য করবো কাজ’ এ প্রতিপাদ্যে সোমবার সকালে জেলা শিশু একাডেমী মিলনায়তনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, কোমলমতি শিশুদের জন্য সুন্দর ও সুস্থ পরিবেশ এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা না গেলে ভবিষ্যৎ বিশ্ব নির্মাণে তাদের অবদানকে নিশ্চায়ন করা যাবে না। শিশুরাই জাতি গঠনের মূল ভিত্তি, সুন্দর আগামী প্রতিষ্ঠার কারিগর। তাই শিশুদের পরিপূর্ণ বিকাশ করতে পরিবার থেকেই দিতে হবে সঠিক ও সুপরিকল্পিত দিক নির্দেশনা। এ ছাড়া শিশুদের ভবিষ্যৎ গড়তে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন তিনি।
জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো শাহিন মিয়া,জেলা তথ্য অফিসার মো আব্দুছ ছাত্তারসহ শিশুরা বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক বলেন,শিশুদের প্রতিভা বিকাশে সহায়তা এবং অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে। এ ছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে তাদের নিজেদেরই সচেতন হওয়ার আহবান জানান তিনি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো : শাহিন মিয়া বলেন, মেধা ভিত্তিক জাতি গঠনে ও প্রত্যাশিত সমাজ পেতে হলে শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা ছাড়া কোন বিকল্প নেই।
জেলা তথ্য কর্মকর্তা মো: আব্দুছ ছাত্তার বলেন, বৈষম্য নয় ছেলে বা মেয়ে উভয় সন্তানকে সমান দৃষ্টিতে,সম সুযোগে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
শিশু উপস্থাপিকা সামিয়া জান্নাত আরিবার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শিশু বক্তা হিসেবে বক্তব্য রাখেন,সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী রাশিদ তাজওয়ার তূর্য এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী মামনি দাশ সান।
তারা বলেন, আমরা শিশুরা সর্বক্ষেত্রে আনন্দ ও শিশু বান্ধব পরিবেশ চাই।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিশু শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। পরে একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
আগামী ১৪ অক্টোবর পর্যন্ত শিশু অধিকার সপ্তাহের আয়োজনে থাকছে শিশুদের কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা, দেয়ালিকা, বিতর্ক প্রতিযোগিতা, কন্যা শিশু দিবস উদযাপন, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু সংলাপসহ নানা অনুষ্ঠান।