সাইফুল ইসলাম সাইফ, চকরিয়া
চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি সালা্হউদ্দিন আহমদের নির্দেশ, দলীয় নেতাকর্মীদের নিজেদের সকল ভেদাভেদ ভুলে দলের মঙ্গলের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গ্রামেগঞ্জে ধানের শীর্ষের আরো কর্মী সমর্থক বাড়াতে হবে।আগামী নির্বাচনে বিপুল ভোটে ধানের শীর্ষকে বিজয়ী করতে হবে।
শনিবার ৩০ নভেম্বর বিকালে পৌরসভা ৪নং ওয়ার্ড ভরামুহুরী ক্যামব্রিয়ান স্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পৌর সভার ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মুহিবুল্লাহর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম,পৌর বিএনপির সি.সহ-সভাপতি এম গিয়াস উদ্দিন ও সাংগঠনিক নুরুল আমিন কমিশনার প্রমুখ।
বক্তারা বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময়ে এ দেশের মানুষের স্বাধীনতা ছিলোনা। তারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষদের নির্যাতন জুলুম করেছিল। এসব কথা দেশের মানুষ ভুলে যায়নি।
দ্বী- বার্ষিক সম্মেলনে জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন কমিশনার,সাবেক যুগ্ম সম্পাদক জাফর আলম কালু,যুগ্ম সম্পাদক এম আলী আকবর,সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার ফারুক খোকন সহ পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।