পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (PGCB) ঘোষিত সময় অনুযায়ী ১ আগস্ট সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজার জেলার জাতীয় গ্রিডের ১৩২ কেভি লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলার কথা ছিল। তবে প্রতিশ্রুত সময়ের ছয় ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো অনেক এলাকায় বিদ্যুৎ ফেরেনি।
দুপুর ১২টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হওয়ার কথা থাকলেও সন্ধ্যা ৬টা বাজলেও কক্সবাজারের উখিয়া, টেকনাফ, রামু, চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া ও সদর উপজেলার অনেক গ্রাহক এখনো বিদ্যুৎবিহীন সময় কাটাচ্ছেন। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিদ্যুৎ না থাকায় বন্ধ রয়েছে ইলেকট্রনিক যন্ত্রপাতি, পানির মোটর, ইন্টারনেট সংযোগসহ দৈনন্দিন কার্যক্রম।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, আগেই জানানো হলেও বিদ্যুৎ ফিরে আসার প্রতিশ্রুত সময় ঠিক না রাখা দুর্ভাগ্যজনক। দুপুর ২টা পর্যন্ত ধৈর্য ধরলেও এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তবুও বিদ্যুৎ আসার কোনো লক্ষণ নেই।
বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট অভিযোগের নাম্বারগুলোতে একাধিকবার কল করা হলেও কেউ ফোন ধরেন নি।
বিদ্যুৎ বিভাগের এমন অঙ্গীকারভঙ্গ ও সময়সীমা না মানায় তাদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলছেন ভুক্তভোগীরা।
বিদ্যুৎ কবে ফিরবে—সেটিই এখন একাংশ কক্সবাজারবাসীর সবচেয়ে বড় প্রশ্ন।