উখিয়ার মরিচ্যায় ১০ হাজার পিস ইয়াবাসহ বালুখালী এলাকার মিজান নামের এক যুবককে আটক করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উখিয়ার মরিচ্যা বউ বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মিজান নামে ওই যুবককে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার রাতে কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাসের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মিজানুর রহমান (২৫) বালুখালীর উখিয়ারঘাট এলাকার জাহের আহমদের ছেলে।
তার বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।
নিজস্ব প্রতিবেদক 
























