ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাগিবের ” প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৪ ” অর্জন পোকখালীতে আলোচিত শিশু নির্যাতনের ঘটনায় দুজন হেফাজতে চকরিয়ায় মহাসড়কে রশির ফাঁদে আটকিয়ে ডাকাতি, নিহত ১ রামু কেন্দ্রীয় প্রবারণা ও কল্প জাহাজ ভাসা উদযাপন পরিষদ গঠিত টেকনাফে নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযান- নারী-শিশুসহ অপহৃত ৬৬ জন উদ্ধার কক্সবাজারে মাদকবিরোধী টাস্কফোর্স- দুই মাসে গ্রেফতার ৫৫৬ মাদক ব্যবসায়ী এবারের দুর্গাপুজায় দর্শনার্থীদের সাথে সাদা পোশাকে মিশে যাবে র‍্যাব চাকসু নির্বাচনে লড়ছেন পেকুয়ার শাওন তালেবানের আমন্ত্রণে আফগানিস্তান সফরে মামুনুল হকসহ সাত আলেম টেকনাফে ৩ লাখ ৪০ হাজার ইয়াবা নিয়ে যুবক আটক টেকনাফে ৩ লাখ ৪০ হাজার ইয়াবা নিয়ে যুবক আটক কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করল ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন রামুর বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা শুক্রবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনের দাবিতে রামুতে বিএনপির মানববন্ধন চকরিয়ায় মার্কেটের ছাদ ধস: ভাসমান ব্যবসায়ী আহত

‘বাড়ি ফেরার’ আন্তর্জাতিক সম্মেলনের আগে ‘বাড়ি ছাড়ছে’ রোহিঙ্গারা

‘রোহিঙ্গাদের বাড়ি’ ফেরানোর আন্তর্জাতিক সম্মেলনের আগেই বাড়ি ছেড়ে অনুপ্রবেশের আশায় সীমান্তে অবস্থান করছেন শতশত রোহিঙ্গা। এপারে ভেসে আসছে ওপারের সংঘাতের গোলার শব্দও।

খবর পাওয়া গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের দক্ষিণে মেরুল্লা এলাকায় জান্তা সেনা মোতায়েন করেছে। আর এই খবরে সেখানকার স্থানীয় রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

টেকনাফের আশ্রয় শিবিরে বসবাসরত রোহিঙ্গারা জানান, ওপারে থাকা তাদের স্বজনদের কাছ থেকে খবর এসেছে- তারা জান্তা সেনা ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ আশঙ্কায় অন্তত ৭০০ রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশের জালিয়া দ্বীপের বিপরীতে মিয়ানমারের লালদিয়া নামক দ্বীপে আশ্রয় নিয়েছে।
তবে বাংলাদেশের সীমান্তরক্ষীদের কড়া নজরদারির কারণে শনিবার দুপুর পর্যন্ত তারা নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মো. জুবায়ের বলেন, “মংডু এলাকায় সেনা ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের শঙ্কায় অনেক রোহিঙ্গা লালদিয়াতে জড়ো হয়েছে। তারা সুযোগ পেলে বাংলাদেশে ঢোকার চেষ্টা করতে পারে।”

রোহিঙ্গা নেতা জুবায়ের বলেন, “এর আগে আরাকান আর্মি ও জান্তা সৈন্যদের মধ্যে মংডু এলাকায় সংঘর্ষের সময় রোহিঙ্গা গ্রামগুলোকে যুদ্ধক্ষেত্র বানানো হয়েছিল। গোলাগুলি ও বোমা হামলায় অনেক রোহিঙ্গা প্রাণ হারায়। তাই এবার তারা সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি এড়াতে বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, আরাকান আর্মির নির্যাতন ও চাঁদাবাজি রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার আরেকটি কারণ।

টেকনাফের ২৭ নম্বর ক্যাম্পের মাঝি মোহাম্মদ কালাম জানান, শুক্রবার সকাল ১০টার দিকে মিয়ানমার নেভির একটি জাহাজে প্রায় ৩০০ জানতা সেনা মেরুল্লা এলাকায় অবস্থান নেয়। দুপুর ২টার দিকে তারা স্থানীয়ভাবে ‘বিজিপি ক্যাম্প–৮’ নামে পরিচিত আরাকান আর্মির ঘাঁটিতে ড্রোন হামলা চালায়। এতে বেশ কয়েকজন আরাকান আর্মির সদস্য নিহত হয় এবং বাকিরা পাহাড়ের দিকে পালিয়ে যায়।

তিনি আরও জানান, সংঘর্ষের পর স্থানীয় রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে প্রায় ৭০০ রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে লালদিয়াতে আশ্রয় নেয় এবং বর্তমানে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে।

মাঝি মোহাম্মদ কালাম এসব খবর তার স্বজন ও ওপারের প্রতিবেশীদের কাছ থেকে পেয়েছেন।

টেকনাফে অবস্থানরত তিনজন রোহিঙ্গা কমিউনিটি নেতা নিশ্চিত করেছেন যে জান্তা সেনারা মংডুর দক্ষিণাঞ্চলে প্রবেশ করেছে। তবে কতজন রোহিঙ্গা লালদিয়াতে আশ্রয় নিয়েছে, তা সঠিকভাবে জানা যায়নি। তাদের হিসেবে সংখ্যা ৪০০ থেকে ৭০০ এর মধ্যে হবে।

কিছুদিন আগে মংডু থেকে পালিয়ে আসা করিমুল্লাহ নামে এক রোহিঙ্গাও জান্তা ও আরাকান আর্মির সংঘর্ষের খবরে শরণার্থীদের বাংলাদেশমুখী হওয়ার তথ্য জানিয়েছেন।

কিন্তু শরণার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান জানিয়েছেন, তাঁর কাছে এ ধরনের কোনো তথ্য নেই। তবে কমিশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার থেকে টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের তৎপরতা বেড়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন বলেছেন, এপারে নতুন করে অনুপ্রবেশের কোনো তথ্য তার কাছে নেই।

তবে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি তৎপর রয়েছে বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

বিজিবির এই অধিনায়ক বলেন, ‘কিছু লোক সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করছে। কিন্তু আমরা কাউকে ঢুকতে দিচ্ছিনা। যেসব পয়েন্ট দিয়ে প্রবেশের চেষ্টা করছে, সেখানে আমরা টহল বৃদ্ধি করেছি।”

অনুপ্রবেশের আশায় ওপারে রোহিঙ্গাদের বসে থাকার খবরের মধ্যে শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে আজ ভোর পর্যন্ত ফের গোলার শব্দ ভেসে এসেছে।

টেকনাফের হোয়াইক্যং সীমান্তে নাফ নদীর ওপারে মিয়ানমারে ব্যাপক গোলাগুলির শব্দ পায় সীমান্ত পাড়ের লোকজন।

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজুল মোস্তফা চৌধুরী লালু বলেন, গত রাত থেকে আজ ভোর পর্যন্ত থেমে থেমে সীমান্তের ওপারে কুমিরখালী, শীলখালী ও সাইডং এলাকা থেকে ব্যাপক গোলাবারুদের শব্দ পাওয়া গেছে। ফলে সীমান্তের কাছাকাছি চিংড়ির প্রজেক্টে থাকা লোকজন ভয়ে পালিয়ে এসেছে।’
তিনি বলেন, ‘দীর্ঘ দিন বন্ধ থাকার পর ফের গোলার শব্দ পাওয়া গেছে। ফলে আবার রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা রয়েছে।”

গোলার শব্দ পেয়েছেন একই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডর মেম্বার হাজ্বী জালাল আহমদ। তিনি বলেন, আমি অসুস্থ। ভোরে উঠেছিলাম, তখন বেশ কয়েকটি গুলির শব্দ পেয়েছি।

হোয়াইক্যংয়ে বেড়িবাধের কাছাকাছি চিংড়ি প্রজেক্টে বসবাসকারী আব্দুর রহমান বলেন, গত রাত থেকে মিয়ানমারের ওপার থেকে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। শনিবার ভোরেও সকালে কয়েকবার গোলার বিকট আওয়াজ পেয়ে পার্শ্ববর্তী বাজারের কাছাকাছি দৌড়ে আসি। এই সীমান্তের ওপারে ফের যুদ্ধের মতো গোলার শব্দ ভেসে আসছে।’

এ ব্যাপারে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, গেলো রাতে সীমান্তের ওপার থেকে গোলার শব্দের বিষয়টি জেনেছি। কিন্তু সেটি আমার ইউনিটের বাইরে।’

গত বছরের শুরুতে সীমান্ত এলাকায় মিয়ানমার সেনা ও আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। ওই বছরের ডিসেম্বরের মধ্যে মংডু টাউনশিপ দখল করে আরাকান আর্মি। বর্তমানে রাখাইনের ১৭টি টাউনশিপের মধ্যে ১৪টিই তাদের নিয়ন্ত্রণে রয়েছে। বাকি এলাকা পুনর্দখলে মরিয়া সেনারা সম্প্রতি নতুন করে অভিযান শুরু করেছে।

এদিকে রোহিঙ্গাদের দিকে বিশ্ববাসীর দৃষ্টি ফেরাতে আগামীকাল ২৪ আগস্ট থেকে কক্সবাজারে শুরু হচ্ছে তিন দিনের সম্মেলন। যে সম্মেলনের অন্যতম উদ্দেশ্য রোহিঙ্গাদের ‘বাড়ি ফেরানো’ অর্থাৎ নিরাপদ প্রত্যাবাসন।

জাতিসংঘসহ বিভিন্ন বিদেশি সংস্থার প্রতিনিধিরা সেখানে রোহিঙ্গাদের কথা শুনবেন। নিজেদের সমস্যার কথা তুলে ধরবেন জাতিগত নিধনের শিকার মিয়ানমারের রাখাইনের এ জনগোষ্ঠী।

সম্মেলনের দ্বিতীয় দিন সোমবার সম্মেলনে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ই

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাগিবের ” প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৪ ” অর্জন

This will close in 6 seconds

‘বাড়ি ফেরার’ আন্তর্জাতিক সম্মেলনের আগে ‘বাড়ি ছাড়ছে’ রোহিঙ্গারা

আপডেট সময় : ০৭:৩৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

‘রোহিঙ্গাদের বাড়ি’ ফেরানোর আন্তর্জাতিক সম্মেলনের আগেই বাড়ি ছেড়ে অনুপ্রবেশের আশায় সীমান্তে অবস্থান করছেন শতশত রোহিঙ্গা। এপারে ভেসে আসছে ওপারের সংঘাতের গোলার শব্দও।

খবর পাওয়া গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের দক্ষিণে মেরুল্লা এলাকায় জান্তা সেনা মোতায়েন করেছে। আর এই খবরে সেখানকার স্থানীয় রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

টেকনাফের আশ্রয় শিবিরে বসবাসরত রোহিঙ্গারা জানান, ওপারে থাকা তাদের স্বজনদের কাছ থেকে খবর এসেছে- তারা জান্তা সেনা ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ আশঙ্কায় অন্তত ৭০০ রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশের জালিয়া দ্বীপের বিপরীতে মিয়ানমারের লালদিয়া নামক দ্বীপে আশ্রয় নিয়েছে।
তবে বাংলাদেশের সীমান্তরক্ষীদের কড়া নজরদারির কারণে শনিবার দুপুর পর্যন্ত তারা নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মো. জুবায়ের বলেন, “মংডু এলাকায় সেনা ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের শঙ্কায় অনেক রোহিঙ্গা লালদিয়াতে জড়ো হয়েছে। তারা সুযোগ পেলে বাংলাদেশে ঢোকার চেষ্টা করতে পারে।”

রোহিঙ্গা নেতা জুবায়ের বলেন, “এর আগে আরাকান আর্মি ও জান্তা সৈন্যদের মধ্যে মংডু এলাকায় সংঘর্ষের সময় রোহিঙ্গা গ্রামগুলোকে যুদ্ধক্ষেত্র বানানো হয়েছিল। গোলাগুলি ও বোমা হামলায় অনেক রোহিঙ্গা প্রাণ হারায়। তাই এবার তারা সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি এড়াতে বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, আরাকান আর্মির নির্যাতন ও চাঁদাবাজি রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার আরেকটি কারণ।

টেকনাফের ২৭ নম্বর ক্যাম্পের মাঝি মোহাম্মদ কালাম জানান, শুক্রবার সকাল ১০টার দিকে মিয়ানমার নেভির একটি জাহাজে প্রায় ৩০০ জানতা সেনা মেরুল্লা এলাকায় অবস্থান নেয়। দুপুর ২টার দিকে তারা স্থানীয়ভাবে ‘বিজিপি ক্যাম্প–৮’ নামে পরিচিত আরাকান আর্মির ঘাঁটিতে ড্রোন হামলা চালায়। এতে বেশ কয়েকজন আরাকান আর্মির সদস্য নিহত হয় এবং বাকিরা পাহাড়ের দিকে পালিয়ে যায়।

তিনি আরও জানান, সংঘর্ষের পর স্থানীয় রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে প্রায় ৭০০ রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে লালদিয়াতে আশ্রয় নেয় এবং বর্তমানে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে।

মাঝি মোহাম্মদ কালাম এসব খবর তার স্বজন ও ওপারের প্রতিবেশীদের কাছ থেকে পেয়েছেন।

টেকনাফে অবস্থানরত তিনজন রোহিঙ্গা কমিউনিটি নেতা নিশ্চিত করেছেন যে জান্তা সেনারা মংডুর দক্ষিণাঞ্চলে প্রবেশ করেছে। তবে কতজন রোহিঙ্গা লালদিয়াতে আশ্রয় নিয়েছে, তা সঠিকভাবে জানা যায়নি। তাদের হিসেবে সংখ্যা ৪০০ থেকে ৭০০ এর মধ্যে হবে।

কিছুদিন আগে মংডু থেকে পালিয়ে আসা করিমুল্লাহ নামে এক রোহিঙ্গাও জান্তা ও আরাকান আর্মির সংঘর্ষের খবরে শরণার্থীদের বাংলাদেশমুখী হওয়ার তথ্য জানিয়েছেন।

কিন্তু শরণার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান জানিয়েছেন, তাঁর কাছে এ ধরনের কোনো তথ্য নেই। তবে কমিশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার থেকে টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের তৎপরতা বেড়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন বলেছেন, এপারে নতুন করে অনুপ্রবেশের কোনো তথ্য তার কাছে নেই।

তবে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি তৎপর রয়েছে বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

বিজিবির এই অধিনায়ক বলেন, ‘কিছু লোক সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করছে। কিন্তু আমরা কাউকে ঢুকতে দিচ্ছিনা। যেসব পয়েন্ট দিয়ে প্রবেশের চেষ্টা করছে, সেখানে আমরা টহল বৃদ্ধি করেছি।”

অনুপ্রবেশের আশায় ওপারে রোহিঙ্গাদের বসে থাকার খবরের মধ্যে শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে আজ ভোর পর্যন্ত ফের গোলার শব্দ ভেসে এসেছে।

টেকনাফের হোয়াইক্যং সীমান্তে নাফ নদীর ওপারে মিয়ানমারে ব্যাপক গোলাগুলির শব্দ পায় সীমান্ত পাড়ের লোকজন।

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজুল মোস্তফা চৌধুরী লালু বলেন, গত রাত থেকে আজ ভোর পর্যন্ত থেমে থেমে সীমান্তের ওপারে কুমিরখালী, শীলখালী ও সাইডং এলাকা থেকে ব্যাপক গোলাবারুদের শব্দ পাওয়া গেছে। ফলে সীমান্তের কাছাকাছি চিংড়ির প্রজেক্টে থাকা লোকজন ভয়ে পালিয়ে এসেছে।’
তিনি বলেন, ‘দীর্ঘ দিন বন্ধ থাকার পর ফের গোলার শব্দ পাওয়া গেছে। ফলে আবার রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা রয়েছে।”

গোলার শব্দ পেয়েছেন একই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডর মেম্বার হাজ্বী জালাল আহমদ। তিনি বলেন, আমি অসুস্থ। ভোরে উঠেছিলাম, তখন বেশ কয়েকটি গুলির শব্দ পেয়েছি।

হোয়াইক্যংয়ে বেড়িবাধের কাছাকাছি চিংড়ি প্রজেক্টে বসবাসকারী আব্দুর রহমান বলেন, গত রাত থেকে মিয়ানমারের ওপার থেকে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। শনিবার ভোরেও সকালে কয়েকবার গোলার বিকট আওয়াজ পেয়ে পার্শ্ববর্তী বাজারের কাছাকাছি দৌড়ে আসি। এই সীমান্তের ওপারে ফের যুদ্ধের মতো গোলার শব্দ ভেসে আসছে।’

এ ব্যাপারে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, গেলো রাতে সীমান্তের ওপার থেকে গোলার শব্দের বিষয়টি জেনেছি। কিন্তু সেটি আমার ইউনিটের বাইরে।’

গত বছরের শুরুতে সীমান্ত এলাকায় মিয়ানমার সেনা ও আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। ওই বছরের ডিসেম্বরের মধ্যে মংডু টাউনশিপ দখল করে আরাকান আর্মি। বর্তমানে রাখাইনের ১৭টি টাউনশিপের মধ্যে ১৪টিই তাদের নিয়ন্ত্রণে রয়েছে। বাকি এলাকা পুনর্দখলে মরিয়া সেনারা সম্প্রতি নতুন করে অভিযান শুরু করেছে।

এদিকে রোহিঙ্গাদের দিকে বিশ্ববাসীর দৃষ্টি ফেরাতে আগামীকাল ২৪ আগস্ট থেকে কক্সবাজারে শুরু হচ্ছে তিন দিনের সম্মেলন। যে সম্মেলনের অন্যতম উদ্দেশ্য রোহিঙ্গাদের ‘বাড়ি ফেরানো’ অর্থাৎ নিরাপদ প্রত্যাবাসন।

জাতিসংঘসহ বিভিন্ন বিদেশি সংস্থার প্রতিনিধিরা সেখানে রোহিঙ্গাদের কথা শুনবেন। নিজেদের সমস্যার কথা তুলে ধরবেন জাতিগত নিধনের শিকার মিয়ানমারের রাখাইনের এ জনগোষ্ঠী।

সম্মেলনের দ্বিতীয় দিন সোমবার সম্মেলনে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ই