ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দশদিন পর আবারো ঘুমধুম সীমান্তে গোলাগুলির শব্দ, কি হচ্ছে ওপারে? টেকনাফে এসে অপহরণের শিকার সেন্টমার্টিনের যুবক: ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি স্বাধীনতাবিরোধী ও সরকারসৃষ্ট দল দুটি পিআর পদ্ধতিতে নির্বাচন চায়: হাফিজ উদ্দিন বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমানায় মাসব্যাপী জরিপ করবে নরওয়ে জুলাই সনদকে সংবিধানের ওপর প্রাধান্য দিলে ‘খারাপ নজির’ সৃষ্টি হবে: সালাহউদ্দিন আহমেদ দেশের মানুষ এখন সেনাসদস্যদের দিকে তাকিয়ে আছে: সেনাপ্রধান যুবকের জরিমানাসহ ৭ বছরের কারাদণ্ড বঙ্গোপসাগরে বাংলাদেশি অংশে জরিপে নামছে নরওয়ের গবেষণা জাহাজ আন্তর্জাতিক মানের নির্বাচন করতে ৪ মিলিয়ন ইউরো দেবে ইইউ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান ফেব্রুয়ারিতেই নির্বাচন, এরপর আমরা বিদায় নেব : আসিফ নজরুল তিস্তা প্রকল্পে চীনা ঋণ নিতে চায় সরকার, চেয়েছে ৬ হাজার ৭০০ কোটি টাকা ছাত্ররাজনীতিতে পরিবর্তন চান শিক্ষার্থীরা ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ইনানীতে আত্মপ্রকাশ করলো শফির বিল জেলে কল্যাণ সমিতি

ফারুকীর পলিটিক্যাল স্যাটায়ার ‘৪২০’ ফিরছে ‘৮৪০’ হয়ে

নতুন পলিটিক্যাল স্যাটায়ার নিয়ে আসছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এটি মূলত তার প্রায় ১৭ বছর আগের সিরিজ ‘৪২০’-এর ডাবলআপ ‘৮৪০’; যার পুরো নাম ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’। বলা যায়, ফারুকীর ‘৪২০’ ফিরছে ‘৮৪০’ হয়ে। ২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেন জনপ্রিয় টিভি সিরিজ ‘৪২০’। সিরিজটির মাধ্যমে ফারুকী ছোট পরিসরে বাংলাদেশের রাজনীতিকদের উত্থান-পতনের, দুর্নীতি মুখোশ উন্মোচনের চেষ্টা করেছেন টিভি পর্দায়।

যেখানে দেখা গিয়েছিল দুই ভাইকে, যারা গ্রামে চুরি করত। বিভিন্ন সময় তারা সাজাও ভোগ করে। একসময় দুজন মসজিদের দানবাক্স চুরি করে ঢাকায় চলে আসে বেশি টাকা-পয়সা স্বর্ণালংকার অর্জনের আশায়। কিন্তু এখানে দেখে সব পাকা বাড়ি! সিঁদ কেটে এখানে চুরির পথ নেই। রাজধানীতে এসে নিরুপায় হয়ে ঘটনাক্রমে তারা জড়িয়ে যায় রাজনীতিতে। বদলে যায় তাদের ভাগ্য! সেই গল্পের রেশ ধরে প্রায় ১৩ বছর পর নির্মাণ করলেন ‘৪২০’-এর ডাবলআপ ‘৮৪০’; যার পুরো নাম ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’। বলা যায়, ফারুকীর ‘৪২০’ ফিরছে ‘৮৪০’ হয়ে।

গত শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুকে ‘৮৪০’-এর ট্রেলার নির্মাতা নিজেই শেয়ার করেছেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আগের অন্তর্বর্তী সরকারের সময় বানাই ‘৪২০’। প্রকৃতির কী বিচিত্র খেয়াল, আবার আসছে সে রকম একটা দুষ্টু কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে; যার শুটিং করেছি ফ্যাসিবাদের কালে। খোদার কসম, এটি মুক্তি পাওয়ার পর তোমরা ভেবো না আমি আগেই জানতাম, এই সময়ে অন্তর্বর্তী সরকার থাকবে! তা না হলে এটি কোন সাহসে বানালাম?’

ফারুকীর পোস্ট করা ভিডিও দেখে জানা গেছে, তার নতুন প্রকল্পটির নাম ‘৮৪০’। ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, “পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ সব সময় উর্বরভূমি। যে কারণে ২০০৭-এ তৈরি হয়েছিল ‘৪২০’। কিন্তু গত ১৫ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব ও তামাশা সবকিছুকে ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে ‘৪২০’-এর ডাবলআপ ‘৮৪০’।”

৩ মিনিট ৬ সেকেন্ডের এই পলিটিক্যাল স্যাটায়ারের ট্রেলারটি প্রচারের পর প্রশংসা পাচ্ছে ভক্তদের। সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। এই কনটেন্টের ট্রেলারে দেখা মিলেছে মারজুক রাসেল, নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মমসহ বিভিন্ন পরিচিত মুখ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

দশদিন পর আবারো ঘুমধুম সীমান্তে গোলাগুলির শব্দ, কি হচ্ছে ওপারে?

This will close in 6 seconds

ফারুকীর পলিটিক্যাল স্যাটায়ার ‘৪২০’ ফিরছে ‘৮৪০’ হয়ে

আপডেট সময় : ০২:১৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

নতুন পলিটিক্যাল স্যাটায়ার নিয়ে আসছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এটি মূলত তার প্রায় ১৭ বছর আগের সিরিজ ‘৪২০’-এর ডাবলআপ ‘৮৪০’; যার পুরো নাম ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’। বলা যায়, ফারুকীর ‘৪২০’ ফিরছে ‘৮৪০’ হয়ে। ২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেন জনপ্রিয় টিভি সিরিজ ‘৪২০’। সিরিজটির মাধ্যমে ফারুকী ছোট পরিসরে বাংলাদেশের রাজনীতিকদের উত্থান-পতনের, দুর্নীতি মুখোশ উন্মোচনের চেষ্টা করেছেন টিভি পর্দায়।

যেখানে দেখা গিয়েছিল দুই ভাইকে, যারা গ্রামে চুরি করত। বিভিন্ন সময় তারা সাজাও ভোগ করে। একসময় দুজন মসজিদের দানবাক্স চুরি করে ঢাকায় চলে আসে বেশি টাকা-পয়সা স্বর্ণালংকার অর্জনের আশায়। কিন্তু এখানে দেখে সব পাকা বাড়ি! সিঁদ কেটে এখানে চুরির পথ নেই। রাজধানীতে এসে নিরুপায় হয়ে ঘটনাক্রমে তারা জড়িয়ে যায় রাজনীতিতে। বদলে যায় তাদের ভাগ্য! সেই গল্পের রেশ ধরে প্রায় ১৩ বছর পর নির্মাণ করলেন ‘৪২০’-এর ডাবলআপ ‘৮৪০’; যার পুরো নাম ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’। বলা যায়, ফারুকীর ‘৪২০’ ফিরছে ‘৮৪০’ হয়ে।

গত শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুকে ‘৮৪০’-এর ট্রেলার নির্মাতা নিজেই শেয়ার করেছেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আগের অন্তর্বর্তী সরকারের সময় বানাই ‘৪২০’। প্রকৃতির কী বিচিত্র খেয়াল, আবার আসছে সে রকম একটা দুষ্টু কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে; যার শুটিং করেছি ফ্যাসিবাদের কালে। খোদার কসম, এটি মুক্তি পাওয়ার পর তোমরা ভেবো না আমি আগেই জানতাম, এই সময়ে অন্তর্বর্তী সরকার থাকবে! তা না হলে এটি কোন সাহসে বানালাম?’

ফারুকীর পোস্ট করা ভিডিও দেখে জানা গেছে, তার নতুন প্রকল্পটির নাম ‘৮৪০’। ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, “পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ সব সময় উর্বরভূমি। যে কারণে ২০০৭-এ তৈরি হয়েছিল ‘৪২০’। কিন্তু গত ১৫ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব ও তামাশা সবকিছুকে ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে ‘৪২০’-এর ডাবলআপ ‘৮৪০’।”

৩ মিনিট ৬ সেকেন্ডের এই পলিটিক্যাল স্যাটায়ারের ট্রেলারটি প্রচারের পর প্রশংসা পাচ্ছে ভক্তদের। সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। এই কনটেন্টের ট্রেলারে দেখা মিলেছে মারজুক রাসেল, নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মমসহ বিভিন্ন পরিচিত মুখ।