ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাতি ট্রেনে ধাক্কা দিল কেন? একদিনের ব্যবধানে আবারও বাড়লো সোনার দাম অসুস্থ বোধ করছেন খালেদা জিয়া, নেয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে দুই প্রতিবন্ধীকে মানবিক টিম কুতুবদিয়ার উদ্যোগে হুইল চেয়ার বিতরণ কক্সবাজারে পর্যটন উন্নয়নে প্রমোশনাল পরিকল্পনা কর্মশালা মাইলস্টোনে নিহতদের স্মরণে কক্সবাজারে যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়নের প্রদীপ প্রজ্বলন নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশ করা মিয়ানমারের ৭১ নাগরিক ফিরলো স্বদেশে এক বছর না যেতেই পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ: প্রধান উপদেষ্টা কুতুপালংয়ে বখতিয়ার মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত শহীদদের ত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস- চকরিয়ায় জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন লামায় কটেজ থেকে পর্যটকের মরদেহ উদ্ধার নিজ থেকে পদত্যাগের ইচ্ছা নেই, সরকার বললে চলে যাবো: শিক্ষা উপদেষ্টা বর্ডার গার্ড পাবলিক স্কুলের নতুন নামকরণ হতাহতদের পরিবারকে ১০ লাখ করে ক্ষতিপূরণ দিতে রিট মহেশখালীতে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

ফারুকীর পলিটিক্যাল স্যাটায়ার ‘৪২০’ ফিরছে ‘৮৪০’ হয়ে

নতুন পলিটিক্যাল স্যাটায়ার নিয়ে আসছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এটি মূলত তার প্রায় ১৭ বছর আগের সিরিজ ‘৪২০’-এর ডাবলআপ ‘৮৪০’; যার পুরো নাম ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’। বলা যায়, ফারুকীর ‘৪২০’ ফিরছে ‘৮৪০’ হয়ে। ২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেন জনপ্রিয় টিভি সিরিজ ‘৪২০’। সিরিজটির মাধ্যমে ফারুকী ছোট পরিসরে বাংলাদেশের রাজনীতিকদের উত্থান-পতনের, দুর্নীতি মুখোশ উন্মোচনের চেষ্টা করেছেন টিভি পর্দায়।

যেখানে দেখা গিয়েছিল দুই ভাইকে, যারা গ্রামে চুরি করত। বিভিন্ন সময় তারা সাজাও ভোগ করে। একসময় দুজন মসজিদের দানবাক্স চুরি করে ঢাকায় চলে আসে বেশি টাকা-পয়সা স্বর্ণালংকার অর্জনের আশায়। কিন্তু এখানে দেখে সব পাকা বাড়ি! সিঁদ কেটে এখানে চুরির পথ নেই। রাজধানীতে এসে নিরুপায় হয়ে ঘটনাক্রমে তারা জড়িয়ে যায় রাজনীতিতে। বদলে যায় তাদের ভাগ্য! সেই গল্পের রেশ ধরে প্রায় ১৩ বছর পর নির্মাণ করলেন ‘৪২০’-এর ডাবলআপ ‘৮৪০’; যার পুরো নাম ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’। বলা যায়, ফারুকীর ‘৪২০’ ফিরছে ‘৮৪০’ হয়ে।

গত শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুকে ‘৮৪০’-এর ট্রেলার নির্মাতা নিজেই শেয়ার করেছেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আগের অন্তর্বর্তী সরকারের সময় বানাই ‘৪২০’। প্রকৃতির কী বিচিত্র খেয়াল, আবার আসছে সে রকম একটা দুষ্টু কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে; যার শুটিং করেছি ফ্যাসিবাদের কালে। খোদার কসম, এটি মুক্তি পাওয়ার পর তোমরা ভেবো না আমি আগেই জানতাম, এই সময়ে অন্তর্বর্তী সরকার থাকবে! তা না হলে এটি কোন সাহসে বানালাম?’

ফারুকীর পোস্ট করা ভিডিও দেখে জানা গেছে, তার নতুন প্রকল্পটির নাম ‘৮৪০’। ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, “পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ সব সময় উর্বরভূমি। যে কারণে ২০০৭-এ তৈরি হয়েছিল ‘৪২০’। কিন্তু গত ১৫ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব ও তামাশা সবকিছুকে ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে ‘৪২০’-এর ডাবলআপ ‘৮৪০’।”

৩ মিনিট ৬ সেকেন্ডের এই পলিটিক্যাল স্যাটায়ারের ট্রেলারটি প্রচারের পর প্রশংসা পাচ্ছে ভক্তদের। সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। এই কনটেন্টের ট্রেলারে দেখা মিলেছে মারজুক রাসেল, নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মমসহ বিভিন্ন পরিচিত মুখ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হাতি ট্রেনে ধাক্কা দিল কেন?

This will close in 6 seconds

ফারুকীর পলিটিক্যাল স্যাটায়ার ‘৪২০’ ফিরছে ‘৮৪০’ হয়ে

আপডেট সময় : ০২:১৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

নতুন পলিটিক্যাল স্যাটায়ার নিয়ে আসছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এটি মূলত তার প্রায় ১৭ বছর আগের সিরিজ ‘৪২০’-এর ডাবলআপ ‘৮৪০’; যার পুরো নাম ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’। বলা যায়, ফারুকীর ‘৪২০’ ফিরছে ‘৮৪০’ হয়ে। ২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেন জনপ্রিয় টিভি সিরিজ ‘৪২০’। সিরিজটির মাধ্যমে ফারুকী ছোট পরিসরে বাংলাদেশের রাজনীতিকদের উত্থান-পতনের, দুর্নীতি মুখোশ উন্মোচনের চেষ্টা করেছেন টিভি পর্দায়।

যেখানে দেখা গিয়েছিল দুই ভাইকে, যারা গ্রামে চুরি করত। বিভিন্ন সময় তারা সাজাও ভোগ করে। একসময় দুজন মসজিদের দানবাক্স চুরি করে ঢাকায় চলে আসে বেশি টাকা-পয়সা স্বর্ণালংকার অর্জনের আশায়। কিন্তু এখানে দেখে সব পাকা বাড়ি! সিঁদ কেটে এখানে চুরির পথ নেই। রাজধানীতে এসে নিরুপায় হয়ে ঘটনাক্রমে তারা জড়িয়ে যায় রাজনীতিতে। বদলে যায় তাদের ভাগ্য! সেই গল্পের রেশ ধরে প্রায় ১৩ বছর পর নির্মাণ করলেন ‘৪২০’-এর ডাবলআপ ‘৮৪০’; যার পুরো নাম ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’। বলা যায়, ফারুকীর ‘৪২০’ ফিরছে ‘৮৪০’ হয়ে।

গত শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুকে ‘৮৪০’-এর ট্রেলার নির্মাতা নিজেই শেয়ার করেছেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আগের অন্তর্বর্তী সরকারের সময় বানাই ‘৪২০’। প্রকৃতির কী বিচিত্র খেয়াল, আবার আসছে সে রকম একটা দুষ্টু কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে; যার শুটিং করেছি ফ্যাসিবাদের কালে। খোদার কসম, এটি মুক্তি পাওয়ার পর তোমরা ভেবো না আমি আগেই জানতাম, এই সময়ে অন্তর্বর্তী সরকার থাকবে! তা না হলে এটি কোন সাহসে বানালাম?’

ফারুকীর পোস্ট করা ভিডিও দেখে জানা গেছে, তার নতুন প্রকল্পটির নাম ‘৮৪০’। ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, “পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ সব সময় উর্বরভূমি। যে কারণে ২০০৭-এ তৈরি হয়েছিল ‘৪২০’। কিন্তু গত ১৫ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব ও তামাশা সবকিছুকে ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে ‘৪২০’-এর ডাবলআপ ‘৮৪০’।”

৩ মিনিট ৬ সেকেন্ডের এই পলিটিক্যাল স্যাটায়ারের ট্রেলারটি প্রচারের পর প্রশংসা পাচ্ছে ভক্তদের। সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। এই কনটেন্টের ট্রেলারে দেখা মিলেছে মারজুক রাসেল, নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মমসহ বিভিন্ন পরিচিত মুখ।