কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে সরাসরি ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাঈদুল ইসলাম। মঙ্গলবার (১৯ আগস্ট) শহরের একটি হোটেলের হলরুমে আয়োজিত সম্মেলন শেষে অনুষ্ঠিত হয় এই কাউন্সিল অধিবেশন।
৭৯ভোটারের মধ্যে ৬৮টি ভোট কাস্ট হয়, যার মধ্যে ৪০ ভোট পেয়ে বিজয়ী হন সাঈদুল ইসলাম। এই ফলাফলে তার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন তিনি।
নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় সাঈদুল ইসলাম বলেন, “প্রথমেই মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করছি। এরপর আমার প্রিয় ভোটার, সহপাঠী ভাই ও বন্ধুদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাকে ভালোবাসা, আস্থা ও ভোট দিয়ে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত করার জন্য।”
তিনি আরও বলেন, “এই বিজয় শুধু আমার নয়, আমাদের সবার। এটি আমাদের ঐক্য, সাহস ও সংগ্রামের প্রতিফলন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের বিশ্বাসকে শক্তি হিসেবে নিয়ে সবসময় সত্য, ন্যায় ও ছাত্রসমাজের অধিকার আদায়ের আন্দোলনে সামনের কাতারে থাকব। আমরা একসাথে মিলে একটি শক্তিশালী, আদর্শিক ও সংগ্রামী ছাত্রদল গড়ে তুলব।”
এ সময় তিনি ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান, সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল এবং তার ব্যক্তিগত অভিভাবক মিজানুল আলমের প্রতিও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
ছাত্ররাজনীতির এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা প্রমাণ করেছেন, সংগঠনের ভীত মজবুত ও ঐক্যবদ্ধ।