কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে নাঈমা জন্নাত নুরী (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার রাজাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর মাতবর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু একই এলাকার রহমত উল্লাহর কন্যা এবং সে স্থানীয় একটি নুরানী মাদ্রাসায় পড়ুয়া ছাত্রী।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে ওই এলাকার হাজির বাজার নুরানী মাদ্রাসা থেকে বাড়ি ফিরে আঙ্গিনায় খেলার সময় সবার অগোচরে পাশ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায় নুরী । পরে প্রতিবেশীরা দীর্ঘ সময় ধরে খোঁজাখুজি করে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে নিহতের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক ডা. ফাবিহা মেহজাবিন বলেন, হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মারা যায়।
নিজস্ব প্রতিবেদক 






















