কক্সবাজারের পেকুয়ায় মোটরসাইকেল ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আরিফ (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার সদর ইউপির হরিণাফাঁড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। এসময় মোটরসাইকেলে থাকা আরও একজন গুরুতর আহত হন।
নিহত সৌদি প্রবাসী মোহাম্মদ আরিফ (৩৫) চকরিয়া উপজেলার কোনাখালী সিকদার পাড়া এলাকার মৃত ফজল কাদেরের ছেলে।
কিছুদিন আগে পরিবারের সাথে ছুটি কাটাতে দেশে আসেন তিনি।
এ ঘটনায় মোহাম্মদ হোছাইন (৩৩) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন৷
তাঁর অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত মোঃ আরিফ মোটরসাইকেল নিয়ে পেকুয়া থেকে তার বাড়িতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে দুমড়ে-মুষড়ে যায় মোটরসাইকেলটি।
স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ আরিফকে মৃত ঘোষণা করে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তাফা বলেন, ‘ দ্রতগামী একটি বেপরোয়া ডাম্পারের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আমরা ডাম্পার গাড়িটি জব্দ করেছি।’
এঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।