বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এবার এক নারীর পা উড়ে গেছে।
সোমবার (৪ আগস্ট) সকালে এ ঘটনাটি ঘটে। আহত নারীর নাম লাকি সিং (২৪)। তিনি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গাছবুনিয়া গ্রামের বাসিন্দা ও সুমং কারবারির মেয়ে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সোমবার সকালে সীমান্তের ৪২ ও ৪৩ নম্বর পিলারের মাঝামাঝি নিকুছড়ি এলাকার ওপারে মিয়ানমার অংশে বাঁশ কুরল কাঁটার জন্য গেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গ্রামের লোকজন বিস্ফোরণের শব্দ শুনতে পান। এরপর শূন্যরেখায় গিয়ে দেখেন শূণ্যরেখায় মিয়ানমার অংশে আহত অবস্থায় লাকি সিং পড়ে রয়েছেন। তাঁর বাম পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা লাকি সিং’কে উদ্ধারের পর রোহিঙ্গা আশ্রয়শিবিরে থাকা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম চৌধুরী। তিনি বলেন- সীমান্তবর্তী মিয়ানমারের ওই অংশটিতে সে দেশের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) দখলে থাকা তুমব্রু রাইট ক্যাম্প। ধারণা করা হচ্ছে, বাঁশ কুরল সংগ্রহের উদ্দেশ্যে লাকি সিং সেখানে গিয়েছিলেন।
নাইক্ষ্যংছড়ি সীমান্তে গত মাসে চারটি মাইন বিস্ফোরণের ঘটনায় এক কিশোরসহ চারজনের পা উড়ে গেছে। গত ছয় মাসে নাইক্ষ্যংছড়ির দোছড়ি, ঘুমধুম ও সদর ইউনিয়নের সীমান্তে মাইন বিস্ফোরণে অন্তত ১১ জন কিশোর-তরুণ-নারী পা হারিয়েছেন।