ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করলেন প্রধান বিচারপতি কক্সবাজারে বৃষ্টি ঝরবে আরও দুইদিন সাজেদা বেগমকে গর্জনিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অর্পন এখন থেকে এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি : নীলা ইস্রাফিল দীর্ঘদিন ছাত্রদলের কমিটি না থাকায় হতাশ তৃনমূল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বসতঘরে ঢুকে বৃদ্ধকে হত্যা ভাইরাল হওয়া কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি ভুয়া বলে দাবী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৯ সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ৫% আসনে নারী প্রার্থী মনোনয়নের প্রস্তাব বিএনপির বিদেশি মেডিকেল টিমের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা প্রকাশ মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বাতিলের দাবিতে গণপ্রতিবাদ সমাবেশ সোমবার মসজিদ ও আরবি ভাষা ইনস্টিটিউট নির্মাণে ২০ মিলিয়ন ডলার বরাদ্দ সৌদির গর্জনিয়া ইউপি চেয়ারম্যান বাবুলকে কারাগারে প্রেরণ সবাইকে নিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়তে চাই : প্রাণিসম্পদ উপদেষ্টা পৌরসভায় নাগরিক হয়রানি বন্ধ, পৌর প্রশাসকের অপসারণসহ ৮ দফা দাবিতে স্মারকলিপি
শীঘ্রই কমিটি দেয়ার আশ্বাস কেন্দ্রীয় নেতার

দীর্ঘদিন ছাত্রদলের কমিটি না থাকায় হতাশ তৃনমূল

বিগত ফ্যাসিস্ট সরকারের সময় দলের দূর্দিনে কক্সবাজারে লড়াই, সংগ্রামসহ জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো কক্সবাজার জেলা ছাত্রদল, এমনটাই দাবী দলটির নেতাকর্মীদের।

৫ই আগস্টের পর ২০১৮ সালে দেয়া ৫ জনের আংশিক কমিটি পূর্নাঙ্গ না করে কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে বাংলাদেশ
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

শীঘ্রই নতুন কমিটি দেয়ার আশ্বাস দিলেও দীর্ঘ ১০ মাস পার হলেও হয়নি জেলা ছাত্রদলের কমিটি। ফলে হতাশ তৃণমূলের নেতাকর্মীরা।

কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ছৈয়দ মো: সালমান (বাপ্পি) বলেন, বাংলাদেশে ৬৪ জেলার মধ্যে কক্সবাজার জেলা ছাত্রদলের ইউনিট অন্যতম। এরকম একটি ইউনিটে দীর্ঘ দিন কমিটি না থাকায় আমরা তৃণমূল নেতাকর্মীরা হতাশ। আমরা সংগঠনে কার্যক্রমের গতি বাড়াতে বাঁধার মুখে পড়ছি।

কক্সবাজার শহর ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক বলেন, দেশের বৃহত্তম ছাত্র সংগঠন ছাত্রদলের কক্সবাজারে মত গুরুত্বপূর্ণ জেলায় দীর্ঘ দিন কমিটি না থাকায় সংগঠনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। যার কারণে ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করছে বিছিন্নভাবে যে যার মতো। ফলে দলের চেইন অব কমান্ড ভেঙ্গে পড়েছে। আমরা এসব সমস্যা হতে মুক্তি চাই, অল্প সময়ে মধ্য কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি দেওয়ার জোর দাবি জানাচ্ছি কেন্দ্রীয় নেতাদের কাছে।

দীর্ঘদিন কমিটি না থাকার বিষয়টি নিয়ে কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান নয়ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন “কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি গত ১০ মাস আগে গঠন হতো তাহলে বর্তমান সময়ে এসে প্রায় ১ বছর মেয়াদ অতিক্রান্ত হয়ে কমিটির মেয়াদ শেষ পর্যায়ে হতো, দুর্ভাগ্য আমাদের ২ বছর মেয়াদের কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি এখনো গঠন হয়নি।”

কক্সবাজার জেলা ও কেন্দ্রীয় ছাত্রদলের প্রাক্তন ছাত্র নেতা সৈয়দ আহমেদ উজ্জ্বল বলেন, রাজপথে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা ছাত্র সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এমন সময়ে আরো সুসংগঠিত হওয়ার কথা সেখানে কক্সবাজার জেলা ছাত্রদলের দীর্ঘদিন কমিটি নাই, বিষয়টি দলের জন্যে সুখকর নয়। আশা করি বর্তমান ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ বিষয়টিতে নজর দেবে।

কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন রিপন বলেন, কক্সবাজার জেলা ছাত্রদলের দীর্ঘদিন কমিটি গঠন প্রক্রিয়া আটকে আছে। সংগঠনের একটি কাঠামো নির্ধারণ করে দ্রুত সময়ের মধ্যে জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করে দেয়া দরকার। তখন দীর্ঘ দিন সংগঠনে কমিটি না থাকায় যে তৃণমূল নেতাকর্মীদের মাঝে যে হতাশা তৈরী হয়েছে তা কেটে যাবে। সংগঠনের কার্যক্রমের গতি বাড়বে।

এদিকে কক্সবাজার জেলা ছাত্রদলের নতুন কমিটির পদপ্রত্যাশীরা যে যার অবস্থান থেকে সংগঠনকে গতিশীল করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের বিশ্বাস দীর্ঘদিন আন্দোলন–সংগ্রামে সক্রিয় ছিল, কারানির্যাতিত, মেধাবী ও সাংগঠনিক দক্ষতা সম্পন্ন নেতাদের নিয়ে হবে কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি।

পদপ্রত্যাশী যারা :

কক্সবাজার জেলা ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদপ্রত্যাশীরা হলেন, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান নয়ন, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কক্সবাজার শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিনারুল কবির আল আমিন, কক্সবাজার শহর আহবায়ক হুমায়ুন কবির হিমু, কক্সবাজার শহর ছাত্রদলের  সদস্য সচিব ইনজামামুল হক, কক্সবাজার শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রহিম উল্লাহ খান রানা, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক মো: রেজাউল হক (রেজা), কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আশরাফ ইমরান, কক্সবাজার জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ হোসেন মাদু, কক্সবাজার সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক এম. রাশেদুল করিম রাশেদ, কক্সবাজার সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু বক্কার ছিদ্দিক, কক্সবাজার জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ সাইদ আনোয়ারসহ অনেকেই।

সম্প্রতি কক্সবাজার সফরকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের কাছে কক্সবাজার জেলা ছাত্রদলের দীর্ঘদিন কমিটি না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি টিটিএনকে জানান, খুব দ্রুত সময়ে মধ্যে কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি’র)   সহযোগী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কক্সবাজারের নেতাকর্মীদের প্রত্যাশা শীঘ্রই দেয়া হোক জেলা ছাত্রদলের কমিটি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করলেন প্রধান বিচারপতি

This will close in 6 seconds

শীঘ্রই কমিটি দেয়ার আশ্বাস কেন্দ্রীয় নেতার

দীর্ঘদিন ছাত্রদলের কমিটি না থাকায় হতাশ তৃনমূল

আপডেট সময় : ১০:২৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

বিগত ফ্যাসিস্ট সরকারের সময় দলের দূর্দিনে কক্সবাজারে লড়াই, সংগ্রামসহ জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো কক্সবাজার জেলা ছাত্রদল, এমনটাই দাবী দলটির নেতাকর্মীদের।

৫ই আগস্টের পর ২০১৮ সালে দেয়া ৫ জনের আংশিক কমিটি পূর্নাঙ্গ না করে কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে বাংলাদেশ
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

শীঘ্রই নতুন কমিটি দেয়ার আশ্বাস দিলেও দীর্ঘ ১০ মাস পার হলেও হয়নি জেলা ছাত্রদলের কমিটি। ফলে হতাশ তৃণমূলের নেতাকর্মীরা।

কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ছৈয়দ মো: সালমান (বাপ্পি) বলেন, বাংলাদেশে ৬৪ জেলার মধ্যে কক্সবাজার জেলা ছাত্রদলের ইউনিট অন্যতম। এরকম একটি ইউনিটে দীর্ঘ দিন কমিটি না থাকায় আমরা তৃণমূল নেতাকর্মীরা হতাশ। আমরা সংগঠনে কার্যক্রমের গতি বাড়াতে বাঁধার মুখে পড়ছি।

কক্সবাজার শহর ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক বলেন, দেশের বৃহত্তম ছাত্র সংগঠন ছাত্রদলের কক্সবাজারে মত গুরুত্বপূর্ণ জেলায় দীর্ঘ দিন কমিটি না থাকায় সংগঠনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। যার কারণে ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করছে বিছিন্নভাবে যে যার মতো। ফলে দলের চেইন অব কমান্ড ভেঙ্গে পড়েছে। আমরা এসব সমস্যা হতে মুক্তি চাই, অল্প সময়ে মধ্য কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি দেওয়ার জোর দাবি জানাচ্ছি কেন্দ্রীয় নেতাদের কাছে।

দীর্ঘদিন কমিটি না থাকার বিষয়টি নিয়ে কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান নয়ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন “কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি গত ১০ মাস আগে গঠন হতো তাহলে বর্তমান সময়ে এসে প্রায় ১ বছর মেয়াদ অতিক্রান্ত হয়ে কমিটির মেয়াদ শেষ পর্যায়ে হতো, দুর্ভাগ্য আমাদের ২ বছর মেয়াদের কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি এখনো গঠন হয়নি।”

কক্সবাজার জেলা ও কেন্দ্রীয় ছাত্রদলের প্রাক্তন ছাত্র নেতা সৈয়দ আহমেদ উজ্জ্বল বলেন, রাজপথে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা ছাত্র সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এমন সময়ে আরো সুসংগঠিত হওয়ার কথা সেখানে কক্সবাজার জেলা ছাত্রদলের দীর্ঘদিন কমিটি নাই, বিষয়টি দলের জন্যে সুখকর নয়। আশা করি বর্তমান ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ বিষয়টিতে নজর দেবে।

কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন রিপন বলেন, কক্সবাজার জেলা ছাত্রদলের দীর্ঘদিন কমিটি গঠন প্রক্রিয়া আটকে আছে। সংগঠনের একটি কাঠামো নির্ধারণ করে দ্রুত সময়ের মধ্যে জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করে দেয়া দরকার। তখন দীর্ঘ দিন সংগঠনে কমিটি না থাকায় যে তৃণমূল নেতাকর্মীদের মাঝে যে হতাশা তৈরী হয়েছে তা কেটে যাবে। সংগঠনের কার্যক্রমের গতি বাড়বে।

এদিকে কক্সবাজার জেলা ছাত্রদলের নতুন কমিটির পদপ্রত্যাশীরা যে যার অবস্থান থেকে সংগঠনকে গতিশীল করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের বিশ্বাস দীর্ঘদিন আন্দোলন–সংগ্রামে সক্রিয় ছিল, কারানির্যাতিত, মেধাবী ও সাংগঠনিক দক্ষতা সম্পন্ন নেতাদের নিয়ে হবে কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি।

পদপ্রত্যাশী যারা :

কক্সবাজার জেলা ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদপ্রত্যাশীরা হলেন, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান নয়ন, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কক্সবাজার শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিনারুল কবির আল আমিন, কক্সবাজার শহর আহবায়ক হুমায়ুন কবির হিমু, কক্সবাজার শহর ছাত্রদলের  সদস্য সচিব ইনজামামুল হক, কক্সবাজার শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রহিম উল্লাহ খান রানা, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক মো: রেজাউল হক (রেজা), কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আশরাফ ইমরান, কক্সবাজার জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ হোসেন মাদু, কক্সবাজার সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক এম. রাশেদুল করিম রাশেদ, কক্সবাজার সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু বক্কার ছিদ্দিক, কক্সবাজার জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ সাইদ আনোয়ারসহ অনেকেই।

সম্প্রতি কক্সবাজার সফরকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের কাছে কক্সবাজার জেলা ছাত্রদলের দীর্ঘদিন কমিটি না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি টিটিএনকে জানান, খুব দ্রুত সময়ে মধ্যে কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি’র)   সহযোগী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কক্সবাজারের নেতাকর্মীদের প্রত্যাশা শীঘ্রই দেয়া হোক জেলা ছাত্রদলের কমিটি।