বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুম্রব্রু এলাকা থেকে উদ্ধার হওয়া অবিস্ফোরিত আর পিজি সেভেন’র গোলাটি বিস্ফোরণ করে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বুম ডিসপোজাল ইউনিট।
সোমবার (১৭ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪ টার দিকে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বিওপির সামনে খালের পাশে রামু ১০ পদাতিক ডিভিশনে কর্মরত ক্যাপ্টেন জিন্নাত আলমের নেতৃত্বে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা জনসাধারণের নিরাপদ দূরত্বে গোলাটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে।
এ বিষয়ে ঘুমধুম পুলিশ ফাঁড়ীর ইনচার্জ জাফর ইকবাল জানান, সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম নিখুঁতভাবে শেলটি জনবসতি থেকে দূরে সরিয়ে সফলভাবে বিস্ফোরণ ঘটিয়েছে।এতে কোন প্রকার ক্ষয়ক্ষতি হয়নি এবং এসময় আইন শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিলো বলে জানান তিনি।
এদিকে স্থানীয়রা জানায়, রবিবার ( ১৬ ফ্রেব্রুয়ারী) বিকেলে অবিস্ফোরিত আর পি জি সেভেন’র গোলাটি তুমব্রুর কোলাল পাড়ার জঙ্গল থেকে কুড়িয়ে নিয়ে ১০/১৫ জন শিশু বাজারে বিক্রির জন্য নিয়ে আসে, পরে বিষয়টি স্থানীয়রা দ্রুত পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোলাটি ঘীরে রাখে।
স্থানীয় সাংবাদিক মাহমুদুল হাসান টিটিএন-কে জানান, উদ্ধার হওয়া গোলাটি ২০২৪ সালে মিয়ানমার সীমান্তে রাখাইনের সংঘর্ষের সময় এ পারে এসে পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।