কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্কে ৬টি উন্নয়ন প্রকল্পে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর একটি দল।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সাফারি পার্কের প্রকল্প এলাকায় যায় দলটি। সেখানে উন্নয়ন কাজের নানা অনিয়মের সন্ধান পায় । ইতোমধ্যে পার্কের ৬টি প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি নিয়ে গণ্যমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. সাখাওয়াত হোসেন বলেন, পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা চলমান উন্নয়ন কাজগুলো ঘুরে ঘুরে দেখিয়েছেন। চলমান কাজের কোন কোনটি শতকরা ৩০ থেকে ৩৫ ভাগ, আবার কোনটি ২০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।
তবে আমরা পার্কের রেঞ্জ কর্মকর্তার অফিসে শুধুমাত্র কাজের ওয়ার্ক অর্ডারের কাগজ পেলেও অন্যান্য কোন ডকুমেন্টস পায়নি। আগামী দুই কার্যদিবসের মধ্যে পার্কের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় অফিস থেকে ডকুমেন্টসগুলো সংগ্রহ করা হবে বলে জানান তিনি। সেটি পর্যালোচনা করার পর কমিশনে প্রতিবেদন জমা দেবো। কমিশনের নির্দেশনা মোতাবেক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা।
ডুলাহাজারা সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা মনজুর আলম বলেন, বৃহস্পতিবার দুপুরে তিন সদস্যের দুদকের একটি দল সাফারি পার্কে আসেন। তারা প্রকল্প এলাকায় যান। সেখানে তারা কাজ পরিদর্শন করেন। পরে প্রকল্পের কাগজপত্র দেখতে চান। সম্পূর্ন কাগজপত্র চট্টগ্রাম বিভাগীয় অফিসে রয়েছে বলে জানানো হয়।
সাইফুল ইসলাম সাইফ 

























