বহুল প্রতিক্ষিত টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্কার কাজের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সদস্য সচিব সোহরাব হোসাইন, সদস্য আবদুল শুক্কুর, খোরশেদ আলম, বাহা উদ্দিন ও ছৈয়দ আলম।এ ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ইঞ্জিনিয়ার, ঠিকাদার, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক, রাজনীতিবিদ, সাবেক খেলোয়াড় ও বিভিন্ন ক্রীড়া সংগঠকরা।
মাঠটিকে আধুনিক ও দৃষ্টিনন্দন রূপ দিতে,
মাঠের চারিপাশে বাউন্ডারি নির্মাণ গ্যালারি ও ড্রেনেজ ব্যবস্থা স্থাপন,তিনটি গেট নির্মাণ, স্থায়ী মঞ্চ তৈরি, হ্যালোজেন লাইট স্থাপন, স্টেডিয়ামের আদলে ডিম আকৃতির ঘাসের মাঠ তৈরি করা হবে।
সংস্কার শেষে মাঠটি শুধু একটি খেলাধুলার স্থান নয়, বরং টেকনাফের তরুণ প্রজন্মের স্বপ্ন, অনুশাসন ও উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক: 
























