কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে ৩ লাখ ৪০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
র্যাব ও বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সুইচগেইট এলাকার কেওড়া বাগানে অভিযান চালানো হয়। এ সময় সীমান্ত দিয়ে প্রবেশ করা মাদকের চালান গ্রহণের অপেক্ষায় থাকা এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. ওমর সিদ্দিক (২৮)। তিনি মিয়ানমারের মংডুর খারাংখালী গ্রামের বাসিন্দা।
র্যাব ও বিজিবি বলছে, ইয়াবাসহ তাকে আটক করে আইনি প্রক্রিয়া চলছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, “সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে র্যাব ও বিজিবি যৌথভাবে নিয়মিত অভিযান চালাচ্ছে। এই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা আমাদের অঙ্গীকারেরই প্রমাণ— মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স।”
আইনশৃঙ্খলা বাহিনী দুটি জানিয়েছে, মাদক চোরাচালান দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।