টেকনাফের শীর্ষ ডাকাত ও অপহরণ চক্রের মূলহোতা, ১৪ মামলার পলাতক আসামি নুরুল ইসলাম মুন্নাকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে টেকনাফ সদর নতুন পল্লানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেংগুরবিল মাঠপাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলাম মুন্না দীর্ঘদিন ধরে ৩০-৪০ জন সদস্য নিয়ে একটি সন্ত্রাসী গ্রুপ পরিচালনা করছিল। তারা নিয়মিত লোকজন অপহরণ করে পাহাড়ি আস্তানায় জিম্মি রেখে মুক্তিপণের জন্য অমানবিক নির্যাতন চালাত।
এক মাসেরও বেশি সময় ধরে গোয়েন্দা নজরদারির পর তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। মুন্নার বিরুদ্ধে হত্যা, মাদক, অপহরণ ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।