তারণ্য উৎসব-২৫ উদযাপন উপলক্ষে টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে মাস ব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় টেকনাফ উপজেলা পরিষদের সাংস্কৃতিক কেন্দ্রে টি এ বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। এতে অংশ নিয়ছে ‘আল-আকসা ইসলামিক লাইব্রেরী, মেজর সিনহা সাহিত্য ঘর, বই বাড়ি টেকনাফ, শহীদ ওয়াসিম স্মৃতি লাইব্রেরী, সাবরাং জ্ঞান অন্বেষণ পাঠাগার, শহীদ জিয়া স্মৃতি পাঠাগার, আইসিএস পাবলিকেশন, আইসি-এবি প্রকাশনী। টেকনাফ কেন্দ্রীয় পাঠাগার, আল হেরা লাইব্রেরী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। এসময় তিনি বলেন,“তারণ্যের উৎসবকে ঘিরে প্রথমবারের মতো টেকনাফে বইমেলায় শিক্ষার্থীদের আগ্রহী হয়েছে। চিন্তা- মুক্ত চর্চা করার যে সুযোগ ও চিন্তা বাড়ানোর প্রয়াস, সেটিই বইমেলার সৌন্দর্য্য।
এসময় আরো উপস্থিত ছিলেন সরকারী কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, পাঠক, এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।