ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার মুলহোতা বাবু আটক: বাকীদের খুঁজছে পুলিশ চুপ প্রশাসন, নিষেধাজ্ঞা না মেনে আতশবাজি ফুটল সৈকতে বার্মিজ মার্কেট এলাকার বাসিন্দা বকুল আর নেই: জানাজা বৃহস্পতিবার ভালো কিছু শুরুর আশা পঁচিশের শেষ সূর্যাস্ত দেখতে আসা পর্যটকদের স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া জনজোয়ারে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার মানিক মিয়া এভিনিউয়ে জনতার ঢল সংসদ ভবনের পথে খালেদা জিয়ার মরদেহ কক্সবাজারে খালেদা জিয়ার শেষ সফর ছিলো ২০১৭ সালে থার্টি ফার্স্টে লক্ষাধিক পর্যটকের সমাগম হবে: মানতে হবে পুলিশী নির্দেশনা, বার বন্ধ থাকবে শোক পালন: সাগরতীরের তারকা হোটেলগুলোতে থার্টি-ফার্স্টের আয়োজন বাতিল চকরিয়ায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা রুমিন ফারহানা-নীরবসহ ৮ জনকে বিএনপি থেকে বহিষ্কার

টেকনাফে বিশুদ্ধ পানির সংকট নিরসন করা হবে – শাহজাহান চৌধুরী

কক্সবাজারের টেকনাফে দীর্ঘদিন ধরে চলমান বিশুদ্ধ পানির সংকট নিরসনের অঙ্গীকার করেছেন বিএনপির কক্সবাজার জেলা সভাপতি, সাবেক হুইপ ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, যেসব অঞ্চলে আজও পর্যন্ত বিশুদ্ধ পানির অভাব রয়ে গেছে, সেসব এলাকায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে, ইনশাআল্লাহ।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় হ্নীলা দক্ষিণ শাখা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, গত ১৬ বছরে টেকনাফের মা-বোনদের জন্য বিশুদ্ধ পানির কোনো সঠিক ব্যবস্থা হয়নি। অথচ আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো হোস্ট কমিউনিটির জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সেই অর্থ কোথায় ব্যয় হলো এটা আজও বড় প্রশ্ন। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।

তিনি বলেন, ১৯৮০ সালে আমি উখিয়া টেকনাফে টেলিফোন সংযোগের ব্যবস্থা করি, ১৯৯১ সালে সেটাকে আরও আধুনিক করি যাতে এখানকার নারীরা ঘরে বসেই প্রবাসী স্বামীর সঙ্গে সহজ ভাবে যোগাযোগ করতে পারেন।

সাবেক হুইপ বলেন, আমি উখিয়া-টেকনাফে বহু স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠায় অবদান রেখেছি। অসংখ্য রাস্তাঘাট নির্মাণ করেছি। ইনশাআল্লাহ, যদি জনগণ আমাকে নির্বাচিত করেন, আমি এই অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেব।

স্থানীয় জেলেদের দুর্দশার প্রসঙ্গে তিনি বলেন, আমার জেলে ভাইয়েরা কেন মাছ ধরতে পারবে না? বিএনপি ক্ষমতায় এলে অন্যায় আইন মানা হবে না। যারা চোরাচালান করে তারা শাস্তি পাবে। কিন্তু প্রকৃত জেলেরা স্বাধীনভাবে মাছ ধরবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেক ঘরে ঘরে গিয়ে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের তালিকা তৈরি করুন। বিএনপি ক্ষমতায় এলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

হ্নীলা ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রবীণ নেতা জামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন, এডভোকেট হাসান সিদ্দিকী, সভাপতি, টেকনাফ উপজেলা বিএনপি, শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক, টেকনাফ উপজেলা বিএনপি, মরজিনা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান, টেকনাফ উপজেলা পরিষদ, মোহাম্মদ আলী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, হ্নীলা ইউনিয়ন পরিষদ।

এছাড়াও বৈঠকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় সাধারণ মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

This will close in 6 seconds

টেকনাফে বিশুদ্ধ পানির সংকট নিরসন করা হবে – শাহজাহান চৌধুরী

আপডেট সময় : ০১:১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

কক্সবাজারের টেকনাফে দীর্ঘদিন ধরে চলমান বিশুদ্ধ পানির সংকট নিরসনের অঙ্গীকার করেছেন বিএনপির কক্সবাজার জেলা সভাপতি, সাবেক হুইপ ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, যেসব অঞ্চলে আজও পর্যন্ত বিশুদ্ধ পানির অভাব রয়ে গেছে, সেসব এলাকায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে, ইনশাআল্লাহ।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় হ্নীলা দক্ষিণ শাখা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, গত ১৬ বছরে টেকনাফের মা-বোনদের জন্য বিশুদ্ধ পানির কোনো সঠিক ব্যবস্থা হয়নি। অথচ আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো হোস্ট কমিউনিটির জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সেই অর্থ কোথায় ব্যয় হলো এটা আজও বড় প্রশ্ন। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।

তিনি বলেন, ১৯৮০ সালে আমি উখিয়া টেকনাফে টেলিফোন সংযোগের ব্যবস্থা করি, ১৯৯১ সালে সেটাকে আরও আধুনিক করি যাতে এখানকার নারীরা ঘরে বসেই প্রবাসী স্বামীর সঙ্গে সহজ ভাবে যোগাযোগ করতে পারেন।

সাবেক হুইপ বলেন, আমি উখিয়া-টেকনাফে বহু স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠায় অবদান রেখেছি। অসংখ্য রাস্তাঘাট নির্মাণ করেছি। ইনশাআল্লাহ, যদি জনগণ আমাকে নির্বাচিত করেন, আমি এই অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেব।

স্থানীয় জেলেদের দুর্দশার প্রসঙ্গে তিনি বলেন, আমার জেলে ভাইয়েরা কেন মাছ ধরতে পারবে না? বিএনপি ক্ষমতায় এলে অন্যায় আইন মানা হবে না। যারা চোরাচালান করে তারা শাস্তি পাবে। কিন্তু প্রকৃত জেলেরা স্বাধীনভাবে মাছ ধরবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেক ঘরে ঘরে গিয়ে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের তালিকা তৈরি করুন। বিএনপি ক্ষমতায় এলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

হ্নীলা ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রবীণ নেতা জামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন, এডভোকেট হাসান সিদ্দিকী, সভাপতি, টেকনাফ উপজেলা বিএনপি, শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক, টেকনাফ উপজেলা বিএনপি, মরজিনা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান, টেকনাফ উপজেলা পরিষদ, মোহাম্মদ আলী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, হ্নীলা ইউনিয়ন পরিষদ।

এছাড়াও বৈঠকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় সাধারণ মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।