কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের শামলাপুর লামারবাজার সংলগ্ন নয়াপাড়ায় এ অভিযান চালানো হয়।
অভিযানে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দূর্জয় বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল স্থানীয় শওকত উল্লাহর বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশির সময় ঘর থেকে ৮টি পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দূর্জয় বিশ্বাস বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিজস্ব প্রতিবেদক : 

























