টেকনাফে অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন স্থানীয় বাসিন্দা, অপর দুইজন মিয়ানমারের নাগরিক।
মঙ্গলনার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নতুন পল্লানপাড়ার ধুমপ্রাংবিল এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় বলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেফতারকৃত আব্দুর রজ্জাক (৩৫),সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার বাসিন্দা,অপর দুইজন যথাক্রমে নুর কবির (১৯) ও এরশাদ (২৬) মিয়ানমারের মংডুর নেমেচের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ফরেনার এক্টে মামলা দায়ের করা হয়েছে বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক : 























