টেকনাফে অভিযান চালিয়ে মোহাম্মদ আমিন প্রকাশ মাহত আমিন (৪৫) নামের এক শির্ষ সন্ত্রাসী ও ৪ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আাসমীকে আটকের দাবী করেছে র্যাব।
শুক্রবার সকালে টেকনাফ সদর ইউপির মহেশখালীয়া পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ.ম. ফারুকের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।
সে চাঞ্চল্যকর অস্ত্র, চাঁদাবাজি, চোরাচালানসহ ০৪টি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি বলে র্যাব জানিয়েছে।
মো: আমিন প্রকাশ মাহত আমিন টেকনাফ সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মহেশখালীয়া পাড়ার মৃত আব্দুল হাকিমের পুত্র।
তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক : 











