টেকনাফগামী সৌদিয়া পরিবহনের একটি গাড়িতে যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও এপিবিএন।
১৯ নভেম্বর সকাল সাড়ে ৮টায় টেকনাফ আর্মি ক্যাম্পের সামনে এপিবিএন ও সেনাবাহিনীর যৌথ চেকপোস্টে সৌদিয়া বাসে তল্লাশি চালানো হয়।
এসময় বাসের বাসকারের ভিতর ৬টি বাদামী কার্টুনে বিপুল পরিমান বিয়ার পাওয়া যায়। এসময় বিয়ার পাচারের অভিযোগে টেকনাফ পূর্ব ডেইল পাড়ার আব্দুল করিমের ছেলে সৈয়দ আলমকে আটক করা হয়েছে।
জব্দকৃত বিয়ারের পরিমান ১৭৩.৫৮০ লিটার।
নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : 























