কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী উখিয়া-টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন জমাদানের শেষ দিনে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রিফাত আসমার কাছে তিনি দলীয় নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন জমা দেন।
পরে সাংবাদিকদের সাথে উখিয়া প্রেসক্লাবে মতবিনিময় কালে তিনি বলেন, ‘ ধানের শীষ জনগণের প্রতীক, সবার সহযোগিতা চাই। ‘
এই আসনে তিনি চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং সংসদের হুইপ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
শামীমুল ইসলাম ফয়সাল 





















