কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে myGov প্লাটফর্ম উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনলাইনে নাগরিক সেবা প্রাপ্তির এই প্লাটফর্মের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত হয়ে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোঃ সাইফুল্লাহ পান্না এবং বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ জিয়াউদ্দীন।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।
এ সময় পুলিশ সুপার মো সাইফউদ্দীন শাহীন, সিভিল সার্জন ডা: মোহাম্মদুল হকসহ সরকারি বিভিন্ন দপ্তর ও আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
myGov প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে নাগরিকরা ঘরে বসে লাইসেন্স, নিবন্ধন, অনাপত্তি, প্রত্যয়ন, শিক্ষা সংক্রান্তসহ জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজারের প্রায় ৩০ ধরনের নাগরিক সেবা অনলাইনে গ্রহণ করতে পারবেন বলে সভায় জানানো হয়।