কক্সবাজার জেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আগামী ৩ বছরের জন্য এই সমিতির সভাপতি পদে রিজুয়ান আরা লিজা ও সাধারণ সম্পাদক পদে তাসলিমা জান্নাত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৫ জুলাই) কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে সদস্যদের উপস্থিতিতে নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচনের ভোটগ্রহণের পূর্বে সমিতির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা মিসেস মমতাজ মহল।
এসময় প্রধান অতিথি ছিলেন, বিডিএমএ’র সভাপতি মোহাম্মদ আলম। বিশেষ অতিথি ছিলেন, বিডিএমএ’র কেন্দ্রীয় সহসভাপতি ও কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক মোজাহেরুল ইসলাম।
কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহসভাপতি শাহিন আক্তার, সহসভাপতি নাসরিন জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক রুমি পাল, সাংগঠনিক সম্পাদক নাহিদা আক্তার শিমুল, অর্থ সম্পাদক জেসমিন সুলতানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক তারজিনা আকতার লিপি, দপ্তর সম্পাদক সিদরাতুল মুনতাহা, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক নুরুন্নাহার মরিয়ম ও সমাজকল্যাণ সম্পাদক দিলশাদ শিউলি।
সমিতির নির্বাচিত নির্বাহী সদস্যরা হলেন, বৃষ্টি দে মুন্নী, তাজনিন মোস্তারি, শাহিদা সুলতানা, শামিমা আকতার মিনু, শারমিন আকতার ও এইখিন রাখাইন।
পরে ৭ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠিত হয়। এতে প্রধান উপদেষ্টা নির্বাচিত হন ফাতেমা আনকিছ ডেইজি। অন্য উপদেষ্টারা হলেন, লক্ষী রণী চৌধুরী, আয়েশা আকতার মুন্নী, হামিদা জান্নাত, শ্যামলী দাশ, মিতা বড়ুয়া ও হোসনে আরা।