চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৭০০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সৌদি আরবের জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজে-১৩৬ এর ৫জন যাত্রীকে
বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ তল্লাশী চালিয়ে ১২০০ গ্রাম স্বর্ণ পান। তন্মধ্যে ব্যাগেজ বিধিমালা অমান্য করে আনা ৭০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলি মোহাম্মদ ইব্রাহিম খলিল এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন- যাত্রী জেসমিন আক্তার, মোঃ নাসির, মোঃ মাসুদ করিম, মনোয়ারা বেগম ও ইয়াসমিন আক্তারের কাছ থেকে পাওয়া ১২০০ গ্রাম স্বর্ণের মধ্যে ৫০০ গ্রাম স্বর্ণ ব্যাগেজ বিধিমালা মতে বৈধ ছিল। তাই বাকি ৭০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে৷ যার বাজার মূল্য ৩৫ লাখ টাকা।
নিজস্ব প্রতিবেদক 



















