কক্সবাজারের উখিয়া থেকে জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা জিনিয়াসহ অন্তত ২০জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত শিক্ষকদের ন্যায়সঙ্গত আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করতে গিয়ে অন্যায়ভাবে গ্রেপ্তার হয়েছেন।
এঘটনায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদ গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছে। কোনো নাগরিককে তার মতপ্রকাশ ও গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণের কারণে গ্রেপ্তার করা মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
কক্সবাজার জেলা উদীচীর সভাপতি আশুতোষ রুদ্র ও সাধারণ সম্পাদক সৌরভ দেব এক যুক্ত বিবৃতিতে বলেন, “আমরা অবিলম্বে জিনিয়াসহ সকলের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি এবং চাকরিচ্যুত শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।”
গণতান্ত্রিক অধিকার রক্ষায় উদীচী সর্বদা জনগণের পাশে থাকবে।